• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সরব অভিষেকের আইনজীবী

কলকাতা, ২৭ জানুয়ারি: মেডিক্যালে ভর্তি প্রসঙ্গে জাতিগত শংসাপত্র নিয়ে দুর্নীতি মামলায় হাইকোর্টের দুই বিচারপতির দ্বন্দ্ব পৌঁছে গেছে সুপ্রিম কোর্টে। মামলায় জড়ানো হয়েছে অভিষেক ব্যানার্জীকেও। এবার সেটা নিয়েই সরব হলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন। অভিযোগ, আজ শনিবার সংক্ষিপ্ত শুনানিতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের হয়ে সওয়াল করলেন তাঁর

কলকাতা, ২৭ জানুয়ারি: মেডিক্যালে ভর্তি প্রসঙ্গে জাতিগত শংসাপত্র নিয়ে দুর্নীতি মামলায় হাইকোর্টের দুই বিচারপতির দ্বন্দ্ব পৌঁছে গেছে সুপ্রিম কোর্টে। মামলায় জড়ানো হয়েছে অভিষেক ব্যানার্জীকেও। এবার সেটা নিয়েই সরব হলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন। অভিযোগ, আজ শনিবার সংক্ষিপ্ত শুনানিতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের হয়ে সওয়াল করলেন তাঁর আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে নালিশ করেন অভিষেক। তাঁর দাবি, প্রায় সব মামলায় অভিষেকের নাম টেনে আনেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

এই শুনানিতে অভিষেকের আইনজীবী দাবি করেন, বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁর প্রায় সব মামলাতেই অভিষেককে টেনে আনেন। সেজন্য অভিষেকের বক্তব্যও যাতে ঠিকঠাক শোনা হয়, সেই আবেদন জানান সিঙ্ঘভি। তবে এই ব্যাপারে দেশের শীর্ষ আদালত কিছু জানায়নি। আগামী সোমবার যেহেতু ফের মামলার শুনানি আছে, সেজন্য সেদিন অভিষেকের আইনজীবীর কথা শোনা হবে বলে জানিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। আজ শুধুমাত্র বিশেষ কয়েকটি নির্দেশ দেওয়ার জন্য এই শুনানি হয় বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

এদিন পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খন্না, বিচারপতি বিআর গাভাই, বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি অনিরুদ্ধ বসু। এছাড়া মাধ্যমে শুনানিতে উপস্থিত ছিলেন বিচারপতি সূর্যকান্ত।

প্রসঙ্গত মেডিক্যালে ভর্তি মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ গত বৃহস্পতিবার সেই নির্দেশে স্থগিতাদেশ দেয়। এরপর ক্ষুব্ধ হন তিনি। বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেন। উঠে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গও।

বিচারপতি গঙ্গোপাধ্যায় দাবি করেন, বড়দিনের আগে বিচারপতি সৌমেন সেন বিচারপতি অমৃতা সিনহাকে তাঁর চেম্বারে ডেকে পাঠান। সেখানে বিচারপতি সেন অমৃতা সিনহাকে রাজনৈতিক নেতার মতো একাধিক নির্দেশ দেন বলে দাবি করেন।

তাঁর অভিযোগ, বিচারপতি সেন অমৃতা সিনহাকে বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ রয়েছে। তাঁকে বিরক্ত করা চলবে না।”
এই বিষয়টি নিয়ে বিতর্ক মাথাচাড়া দিতেই আজ সুপ্রিম কোর্টে সরব হয়েছেন অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। তিনি আদালতে এব্যাপারে অভিষেকের লিখিত বক্তব্য শোনার আবেদন জানিয়েছেন।