• facebook
  • twitter
Friday, 22 November, 2024

২০৩৬ এর অলিম্পিকের জন্য তৈরি হোক ভারত, ‘পাশে আছি’, জানালেন ফ্রান্সের প্রেসিডেন্ট

দিল্লি, ২৭ জানুয়ারি– ভারতের ৭৫ তম প্রজাতন্ত্র দিবসে অতিথি হিসেবে ভারতে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকঁর৷ সাধারণতন্ত্র দিবস উদযাপনের পরও রাষ্ট্রপতির সঙ্গে নানা বিষয় নিয়ে আলোচনা হয় তাঁর৷ সেখানেই তিনি জানান, ভারতে যাতে নানা ধরনের খেলার ইভেন্টের আয়োজন করা যায়, সে বিষয়ে তিনি সাহায্য করবেন৷ সেই সময় তিনি বলেন অদূর ভবিষ্যতে যাতে ভারতের মাটিতেই অলিম্পিকের

দিল্লি, ২৭ জানুয়ারি– ভারতের ৭৫ তম প্রজাতন্ত্র দিবসে অতিথি হিসেবে ভারতে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকঁর৷ সাধারণতন্ত্র দিবস উদযাপনের পরও রাষ্ট্রপতির সঙ্গে নানা বিষয় নিয়ে আলোচনা হয় তাঁর৷ সেখানেই তিনি জানান, ভারতে যাতে নানা ধরনের খেলার ইভেন্টের আয়োজন করা যায়, সে বিষয়ে তিনি সাহায্য করবেন৷ সেই সময় তিনি বলেন অদূর ভবিষ্যতে যাতে ভারতের মাটিতেই অলিম্পিকের আসর বসে, তার জন্য সবরকম সহযোগিতা করবে ফ্রান্সে৷ তাঁর এহেন বক্তব্যেই স্পষ্ট যে ভারতের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে আগ্রহী তিনি৷
উল্লেখ্য, চলতি বছরই ২৬ জুলাই থেকে ফ্রান্সের মাটিতে শুরু অলিম্পিক৷ চলবে ১১ আগস্ট পর্যন্ত৷ এদিকে, কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, ২০৩৬ সালের অলিম্পিকের জন্য বিড করতে আগ্রহী দেশ৷ তার পরই ম্যাক্রোঁ এহেন প্রতিশ্রুতিতে আশার আলো দেখছে ভারত৷ সাম্প্রতিক অতীতে ক্রীড়াজগতের একাধিক ক্ষেত্রে সাফল্য পেয়েছে ভারত৷ অলিম্পিকে সোনা জয় থেকে এশিয়ান গেমসে পদকের সেঞ্চুরি, বিশ্ব ক্রীড়া মানচিত্রে ভারতের নাম এখন উজ্জ্বল নক্ষত্র হিসেবেই জ্বলজ্বল করছে৷ আর ভবিষ্যতে যাতে অ্যাথলিটরা আরও সাফল্য পান, তা সুনিশ্চিত করতে পাশে দাঁডি়য়েছেন ম্যাকঁর৷ ফরাসি প্রেসিডেন্টের কথায়, “ক্রীড়াক্ষেত্রে আপনাদের সঙ্গে আমাদের সহযোগিতার বন্ধন আরও মজবুত করতে চাই৷ আপনারা ভবিষ্যতে অলিম্পিক গেমসের আয়োজন করতে চান৷ এতে আমাদের পূর্ণ সমর্থন থাকবে৷”
উল্লেখ্য, শুক্রবারই ফ্রান্সের প্রেসিডেন্ট জানান, আগামী ৬ বছরের মধ্যে সেদেশে ৩০ হাজার ভারতীয় পড়ুয়াকে পড়াশোনার সুযোগ দেওয়া হবে৷ ভারতীয় পড়ুয়ারা যাতে ফরাসি ভাষা শিখে সেদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করার সুযোগ পায়, তার জন্যও বিশেষ ব্যবস্থা করবে ম্যাকঁর প্রশাসন৷