• facebook
  • twitter
Tuesday, 22 October, 2024

মোদির বিরুদ্ধে ১৬ ফেব্রুয়ারি ফের পথে কৃষকরা

দিল্লি, ২৫ জানুয়ারি– মোদির বিরুদ্ধে ফের পথে কৃষকরা৷ ১৬ ফেব্রুয়ারি ভারত বন্ধের ডাক সংযুক্ত কিষান মোর্চা-সহ বিভিন্ন কৃষক সংগঠন৷ লোকসভা নির্বাচনের আগে আরও একবার কেন্দ্রের উপর চাপ তৈরি শুরু করলেন দেশের কৃষকরা৷ নূ্যনতম সহায়ক মূল্য (এমএসপি), বেকারত্ব এবং পেনশনের দাবিতে এবং অগ্নিবীর প্রকল্পের বিরোধিতায় এই বন্ধ ডেকেছেন কৃষকরা৷ যেখানে অন্যান্য সংগঠনকেও অংশ নেওয়ার আহ্বান জানানো

দিল্লি, ২৫ জানুয়ারি– মোদির বিরুদ্ধে ফের পথে কৃষকরা৷ ১৬ ফেব্রুয়ারি ভারত বন্ধের ডাক সংযুক্ত কিষান মোর্চা-সহ বিভিন্ন কৃষক সংগঠন৷ লোকসভা নির্বাচনের আগে আরও একবার কেন্দ্রের উপর চাপ তৈরি শুরু করলেন দেশের কৃষকরা৷ নূ্যনতম সহায়ক মূল্য (এমএসপি), বেকারত্ব এবং পেনশনের দাবিতে এবং অগ্নিবীর প্রকল্পের বিরোধিতায় এই বন্ধ ডেকেছেন কৃষকরা৷ যেখানে অন্যান্য সংগঠনকেও অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে৷
১৬ ফেব্রুয়ারি কৃষকদের মাঠে কাজ না করতে যাওয়ার ডাক দেওয়া হয়েছে৷ পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ী, দোকানদার, পরিবহণ ব্যবসায়ী-শ্রমিকদের কাছেও অনুরোধ করা হয়েছে, সেদিন কাজ না করতে৷ সংযুক্ত কিষান মোর্চা নেতা রাকেশ টিকাইত জানিয়েছেন, “আগে প্রতি অমাবস্যায় কৃষকরা খেতে যেতেন না৷ ১৬ ফেব্রুয়ারিও আমরা অমাবস্যা পালন করব৷ নূ্যনতম সহায়ক মূল্যকে যতদিন না আইনে পরিণত করা হচ্ছে, লড়াই থামবে না৷”

উল্লেখ্য, এক বছরেরও বেশি সময় দিল্লির তিন সীমানায় বসে লাগাতার আন্দোলন চালিয়ে তিন কৃষক আইন, যাকে কৃষকরা কালা কানুন বলতেন, তা কেন্দ্র সরকারকে প্রত্যাহার করতে বাধ্য করিয়েছিলেন দেশের কৃষকরা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমা চাওয়ায় আন্দোলন তুলে নিলেও সেই সময়ই তাঁরা জানিয়েছিলেন আন্দোলন শেষ হয়নি৷ তা স্থগিত রাখা হল৷