• facebook
  • twitter
Friday, 22 November, 2024

শেয়ার নয়, পুরো শেয়ার বাজারের ৫ শতাংশই কিনে ফেলছেন ধনকুবের দম্পতি

তেল আবিব, ২৫ জানুয়ারি– যে শেয়ার বাজার একমুহুর্তে ফকিরকে রাজা করতে পারে আবার রাজাকে ফকির, সেই বাজারের ৫ শতাংশই নাকি কিনে ফেললেন এক ব্যবসায়ী৷  সাম্প্রতিককালে সব দেশেই এখন বাড়তি উপার্জনের আশায় শেয়ার কিনতে মুখিয়ে আছেন বহু মানুষ৷ সেই শেয়ার বাজার নিয়েই ইজরায়েলে ঘটল এক চমকে দেওয়ার মতো ঘটনা৷ সাধারণত শেয়ার বাজারে মানুষ একই সময়ে একটি

FILE PHOTO: Bill Ackman, chief executive officer and portfolio manager at Pershing Square Capital Management, speaks during the SALT conference in Las Vegas, Nevada, U.S. May 18, 2017. REUTERS/Richard Brian

তেল আবিব, ২৫ জানুয়ারি– যে শেয়ার বাজার একমুহুর্তে ফকিরকে রাজা করতে পারে আবার রাজাকে ফকির, সেই বাজারের ৫ শতাংশই নাকি কিনে ফেললেন এক ব্যবসায়ী৷  সাম্প্রতিককালে সব দেশেই এখন বাড়তি উপার্জনের আশায় শেয়ার কিনতে মুখিয়ে আছেন বহু মানুষ৷ সেই শেয়ার বাজার নিয়েই ইজরায়েলে ঘটল এক চমকে দেওয়ার মতো ঘটনা৷ সাধারণত শেয়ার বাজারে মানুষ একই সময়ে একটি বা দু’টি কোম্পানির কিছু শেয়ার কেনার আগ্রহ দেখায়৷ কিন্ত্ত, ইজরায়েলের এক কোটিপতি ফান্ড ম্যানেজার ও তার স্ত্রী ইজরায়েলের সবচেয়ে বড় স্টক এক্সচেঞ্জের ৪.৯ শতাংশ শেয়ার কিনতে চলেছেন৷ যার বাজার দর হবে কয়েক কোটি ডলার৷
সূত্রের খবর, তেল আবিব স্টক এক্সচেঞ্জ পরিচালনাকারী সংস্থাটি তার ১৮.৫ শতাংশ শেয়ার বিক্রি করতে চলেছে৷ এতে কোম্পানিটি তার ১ কোটি ৭২ লাখ শেয়ার বিক্রি করবে বলে শোনা যাচ্ছে৷ একটি শেয়ারের মূল্য ২০.৬০ শেকেল (ইজরায়েলি মুদ্রা)৷ ভারতীয় মুদ্রায় প্রতিটা শেয়ারের দাম ৪৬০.৭০ টাকা৷ তেল আবিব স্টক এক্সচেঞ্জ এই চুক্তি থেকে মোট ৩৫.৩৪ কোটি শেকেল (প্রায় ৭৯০.৩৪ কোটি টাকা) লাভ করবে৷ তবে শুধু ইজরায়েলই নয়, আমেরিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়ার অনেক ব্যবসায়ী ও কোটিপতি শেয়ার বাজারের এই চুক্তিতে আগ্রহ দেখিয়েছিলেন বলে জানা যাচ্ছে৷
ইজরায়েলের তেল আবিব স্টক এক্সচেঞ্জ তরফে জানা গিয়েছে, ফান্ড ম্যানেজার বিল অ্যাকম্যান এবং তার স্ত্রী নেরি অক্সম্যান স্টক এক্সচেঞ্জের ৪.৯ শতাংশ শেয়ার কিনতে সম্মত হয়েছেন৷ এদিকে ইজরায়েল বর্তমানে হামাসের সঙ্গে যুদ্ধ করছে৷ এদিকে, তেল আবিব স্টক এক্সচেঞ্জ তার নিরাপত্তা জোরদারের দিকে নজর দিচ্ছে৷ এই শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত পরিমাণের একটি বড় অংশ স্টক এক্সচেঞ্জের প্রযুক্তিগত উন্নতির ক্ষেত্রে খরচ করা হবে বলে জানা যাচ্ছে৷