• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

মমতার পথেই আপ, ‘পঞ্জাবের সব আসনে একা লড়ার ইঙ্গিত কেজরীর দলের

দিল্লি, ২৪ জানুয়ারি– বুধবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন, বাংলায় সব আসনে একাই লড়বে তৃণমূল৷ অর্থাৎ ‘ইন্ডিয়া’ জোটের আসন সমঝোতার ঐক্য প্রায় শেষ৷ মমতার এই বার্তার পর পরিষ্কার হয়ে গেল যে বাংলায় আসন সমঝোতার ব্যপারে কংগ্রেসের আর কোনও আশাই রইল না৷ আর মমতার এই ঘোষণার পরই কংগ্রেসকে আরেক ধাক্কা দিল দিল্লির শাসক দল আপ৷ এ বার

দিল্লি, ২৪ জানুয়ারি– বুধবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন, বাংলায় সব আসনে একাই লড়বে তৃণমূল৷ অর্থাৎ ‘ইন্ডিয়া’ জোটের আসন সমঝোতার ঐক্য প্রায় শেষ৷ মমতার এই বার্তার পর পরিষ্কার হয়ে গেল যে বাংলায় আসন সমঝোতার ব্যপারে কংগ্রেসের আর কোনও আশাই রইল না৷ আর মমতার এই ঘোষণার পরই কংগ্রেসকে আরেক ধাক্কা দিল দিল্লির শাসক দল আপ৷ এ বার কংগ্রেসকে চাপে ফেলে দিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি (আপ)৷ বুধবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আপ নেতা ভগবন্ত মানের ইঙ্গিত, আগামী লোকসভা ভোটে পঞ্জাবের ১৩টি কেন্দ্রেই একক শক্তিতে লড়তে চান তাঁরা৷ মান এদিন কংগ্রেসকে নিজের ক্ষমতা বুঝিয়ে বলেন, ‘পঞ্জাবে আমরা একার শক্তিতেই লড়ার এবং জেতার ক্ষমতা রাখি৷’ আপ সূত্র মতে, ভাগবত শুধু একা লড়তে চাওয়ার ইচ্ছাই প্রকট করেননি ইতিমধ্যেই দলের পঞ্জাব নেতৃত্বের তরফে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়ার বিষয়ে আপত্তির কথা জানানো হয়েছে কেজরীকে৷
তবে একসপ্তাহ আগেই আপ-কংগ্রেসের বন্ধুত্বের আরেক চিত্র দেখা গিয়েছিল চণ্ডীগডে়৷ সেখানে মেয়র নির্বাচনে বিজেপিকে হারানোর জন্য আপ-কংগ্রেসের জোট বেঁধে লড়ার ঘোষণা ইন্ডিয়া জোটকে নতুন আশা দেখিয়েছিল৷ যদিও সেই চণ্ডিগড়ের সেই জোট টেকে নি৷
তারপর বুধবারই মানের এই বার্তায় বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র অন্দরের ফাটল আরও চওড়া হল বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ধারণা৷ গত কয়েক সপ্তাহ ধরে দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, গুজরাত, গোয়া-সহ বিভিন্ন রাজ্যে আসন সমঝোতা নিয়ে ধারাবাহিক বৈঠক চলছিল আপ এবং কংগ্রেস নেতৃত্বের মধ্যে৷ কংগ্রেসের একটি সূত্রের খবর দিল্লির সাতটি আসনের মধ্যে তিনটি এবং পঞ্জাবের ১৩টির মধ্যে পাঁচটি কংগ্রেসকে ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছিল৷ বিনিময়ে কেজরীর দল হরিয়ানায় ১০টি আসনের মধ্যে তিনটি, গোয়ার দু’টি আসনের মধ্যে একটি এবং গুজরাতে ২৬টি আসনের মধ্যে দু’টি (ভারুচ এবং অন্য একটি) চেয়েছিল৷ কিন্ত্ত সেই প্রস্তাবে সম্মত হয়নি কংগ্রেস৷
প্রসঙ্গত, মঙ্গলবার গুয়াহাটিতে রাহুল গান্ধি বলেছিলেন, ‘আমাদের (কংগ্রেস-তৃণমূলের) যে আসন বোঝাপড়ার প্রক্রিয়া রয়েছে, তা চলছে৷ তার ফলাফল আসবে৷ ওই বিষয়ে আমি এখানে কোনও মন্তব্য করব না৷’’ এর পর প্রায় এক নিশ্বাসে রাহুল বলেছিলেন, ‘মমতাজির সঙ্গে আমার ব্যক্তিগত ও দলের সম্পর্ক (রিস্তা) খুবই ভাল৷ হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এই রকম (বিতর্ক) হয়৷ আমাদের কেউ কিছু বলে দেন৷ ওঁদের কেউ কিছু বলেন৷ এটা অস্বাভাবিক নয়৷ কিন্ত্ত সে সব এতে (আসন বোঝাপড়ায়) বাধা হয়ে দাঁড়াবে না৷’’ এর পরেই বুধবার মমতা কার্যত বাংলায় জোটের সম্ভাবনায় জল ঢেলে দিয়ে বলেন, ‘‘আমার কারও সঙ্গে কোনও কথা হয়নি৷ আমার প্রস্তাব প্রথম দিনেই প্রত্যাখ্যান করেছে! আমার সঙ্গে কারও কোনও আলোচনা হয়নি৷ অ্যাবসোলিউটলি মিথ্যা কথা!’