• facebook
  • twitter
Tuesday, 22 October, 2024

রামমন্দির উদ্বোধনে আগামী ভোটের রিহার্সাল ‘মোদির ইউটিউবার সেনা’-র

অযোধ্যাই, ২২ জানুয়ারি– অযোধ্যাই এখন একমাত্র আলোচ্য বিষয়৷ তবে শুধু ধর্মের ক্ষেত্রেই নয়, রাজনীতির ক্ষেত্রেও অযোধ্যা যে গোটা ভারতে আলোড়ণ সৃষ্টি করেছে তা দিয়েই ফের ভোট বৈতরনী পার করতে চাইছে মোদি সরকার৷ আর তাই অযোধ্যা কর্মকাণ্ডের প্রতি মুহুর্তকে অতি গুরুত্বপূর্ণ ভাবে পেঁৗছে দেওয়া হচ্ছে গোটা ভারতে৷ তবে এক্ষেত্রে রামমন্দিরের প্রতিটি মুহুর্তের সাফল্য গোটা দেশে পেঁৗছে দিতে মোদি সরকার

অযোধ্যাই, ২২ জানুয়ারি– অযোধ্যাই এখন একমাত্র আলোচ্য বিষয়৷ তবে শুধু ধর্মের ক্ষেত্রেই নয়, রাজনীতির ক্ষেত্রেও অযোধ্যা যে গোটা ভারতে আলোড়ণ সৃষ্টি করেছে তা দিয়েই ফের ভোট বৈতরনী পার করতে চাইছে মোদি সরকার৷ আর তাই অযোধ্যা কর্মকাণ্ডের প্রতি মুহুর্তকে অতি গুরুত্বপূর্ণ ভাবে পেঁৗছে দেওয়া হচ্ছে গোটা ভারতে৷
তবে এক্ষেত্রে রামমন্দিরের প্রতিটি মুহুর্তের সাফল্য গোটা দেশে পেঁৗছে দিতে মোদি সরকার কিন্তু কোনও সংবাদ মাধ্যমের ওপর ভরসা রাখেন নি৷ সেক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে ‘মোদি ইউটিউবার সেনা’-কে৷ সেই সেনার কাজ রাতের ঘুমটুকু বাদ দিয়ে সারাদিনের প্রতি মুহূর্ত মন্দিরের আশে-পাশে ঘুরে দর্শকদের ছবি দেখিয়ে ধারাবিবরণী দিয়ে যাওয়া৷
এই যেমন ধরুন বিহারের চম্পারনের যুবক গোলু সিংয়৷ বছর খানেক ধরে চলা গোলু সিংয়ের ইউটিউব চ্যানেলের প্রায় লাখখানেক সাবস্ক্রাইবার৷ গোলু সিং একা নন, অযোধ্যার পথে পথে ঘুরে বেড়াচ্ছেন তাঁরই মতো প্রায় হাজারখানেক ইউটিউবার৷ প্রতি মুহূর্তের ছবি তুলে ধরছেন নিজের নিজের চ্যানেলের দর্শকদের জন্য৷ গলায় তাঁদেরও প্রেস কার্ড৷ নিজেদের ‘মোদির ইউটিউবার সেনা’ হিসেবে পরিচয় দিচ্ছেন তাঁদের অনেকেই৷ ব্লগারদের দাপট এখন সর্বত্রই৷ আসলে তাঁদের তৈরি ভিডিও যে মুহূর্তে পৌঁছে যায় কোটি কোটি মোবাইল ফোনে৷ অযোধ্যাতেও সেই একই ছবি৷  দেশের প্রত্যন্ত এলাকায় যেখানে এখনও পৌঁছয়নি টেলিভিশন, সেখানে বসে মানুষ কি দেখবেন না অযোধ্যার মাটিতে রামলালার প্রাণপ্রতিষ্ঠা! এক্ষেত্রে এই ইউটিউবাররা বড় ভরসা৷
রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত, এলাকার বাসিন্দা ও সাংবাদিক ছাড়া বিশেষ কারও প্রবেশাধিকার নেই৷ কিন্তু সেখানে এই ইউটিউবারদেরও সাংবাদিকের পরিচয়পত্র দেওয়ায় তাঁদেরও গতিবিধি অবাধ৷ তবে এই রামমন্দিরের প্রচারই যে ভবিষ্যতের পথ প্রস্তুত করল তা বলার অপেক্ষা রাখে না৷ কারণ সামনেই লোকসভা ভোট৷ মানুষের কাছে পৌঁছতে প্রচারে ইউটিউব চ্যানেলগুলো এবার বাড়তি মাইলেজ দিতে পারে বলেই বিজেপির আইটি সেলের পর্যবেক্ষণ৷ তাই এই ইউটিউবারদের বারতি সুযোগ দিয়ে অন্যদিকে মোদি সরকার যে আসলে রামমন্দির উদ্বোধনের মতো মেগা ইভেন্টে আগামী ভোটের রিহার্সাল সেরে রাখলেন তা বলতে শুরু করেছেন রাজনীতিবিদরা৷
তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম থেকেই চেয়েছেন সমস্ত ভারতীয় ঘরে বসে সাক্ষী থাকুক অযোধ্যার মাটিতে রামলালার প্রাণ প্রতিষ্ঠার৷ তাই দূরদর্শনে গোটা অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে৷ কিন্ত্ত দেশের বহু মানুষ এখনও দূরদর্শনের আওতার বাইরে৷ তাদের কথা ভেবেই এই মেগা ইভেন্টে ইউটিউবারদের দারুণভাবে স্বাগত জানানো হয়েছে৷ শনিবার রাত থেকেই অযোধ্যায় সাধারণের গতিবিধিতে নিয়ন্ত্রণের বেড়া৷