• facebook
  • twitter
Friday, 22 November, 2024

অযোধ্যায় জমকালো রামলালার প্রাণ প্রতিষ্ঠা কার্যক্রমে মধ্যমণি প্রধানমন্ত্রী

অযোধ্যা, ২২ জানুয়ারি: যথা সময়ে অযোধ্যায় রামমন্দির চত্বরে এসে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। গোটা মন্দির চত্বরে এখন মেগা উৎসবের আমেজ। রয়েছেন দেশের বিশিষ্ট ব্যক্তিরা। রয়েছেন অভিনয় ও ক্রীড়া জগতের বিশিষ্ট তারকারা। কেউ মন্দিরে এসে হাজির হয়েছেন, কেউ বা মুম্বই থেকে ফ্লাইটে পাড়ি দিয়েছেন। ইতিমধ্যে হাজির হয়েছেন আমন্ত্রিত বহু শিল্পী ও অভিনেতারা। মন্দিরে পৌঁছে

অযোধ্যা, ২২ জানুয়ারি: যথা সময়ে অযোধ্যায় রামমন্দির চত্বরে এসে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। গোটা মন্দির চত্বরে এখন মেগা উৎসবের আমেজ। রয়েছেন দেশের বিশিষ্ট ব্যক্তিরা। রয়েছেন অভিনয় ও ক্রীড়া জগতের বিশিষ্ট তারকারা। কেউ মন্দিরে এসে হাজির হয়েছেন, কেউ বা মুম্বই থেকে ফ্লাইটে পাড়ি দিয়েছেন। ইতিমধ্যে হাজির হয়েছেন আমন্ত্রিত বহু শিল্পী ও অভিনেতারা।

মন্দিরে পৌঁছে গিয়েছেন ক্রিকেটার সচিন টেন্ডুলকর, বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন ও পুত্র অভিষেক বচ্চন। এছাড়া আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, জ্যাকিশ্রফ, রজনীকান্ত, আলিয়া ভাট, রণবীর কাপুর সহ প্রথম সারির তারকারাও। প্রাণ প্রতিষ্ঠা কার্যক্রমে পৌরোহিত্য করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাশে রয়েছেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত, রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল সহ আরও অনেকে।

সকাল ৯টা নাগাদ শুরু হয়ে যায় প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে বিশেষ পূজা কার্যক্রম। এরপর প্রাণ প্রতিষ্ঠার কার্যক্রম। দুপুর ১টা নাগাদ শিশু রামের প্রাণ প্রতিষ্ঠা কার্যক্রম সম্পন্ন হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে।