উত্তরপ্রদেশেরও বহু স্টেশন বেছে নেওয়া হয়েছে যেগুলিতে রাম নামের ছোঁয়া রয়েছে। যেমন রামচন্দ্রপুর, রামগঞ্জ, রামচৌরা রোড ইত্যাদি। দেশে এই স্টেশনগুলিকে আলোকিত করা হবে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। অযোধ্যার রামমন্দির দর্শনে পুণ্যার্থীদের জন্য ‘আস্থা স্পেশাল’ ট্রেনও চালু করা হবে বলে ওই প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। দেশ জুড়ে এমন ২০০টি ট্রেন চালু করা হবে। তবে কবে থেকে এই ট্রেন চালু করা হবে তা এখনো রেলের তরফে জানানো হয়নি।
আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধন। ওই দিনই ‘প্রাণপ্রতিষ্ঠা’ হবে ‘রামলালার’। রামমন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে দেশে উৎসবের রেশ।। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ইতিমধ্যেই অযোধ্যায় ভিড় জমাচ্ছেন। বিদেশ থেকেও বহু মানুষ হাজির হয়েছেন। এই পরিস্থিতিতে সেজে উঠছে ভারত।