ইম্ফল, ১৯ জানুয়ারি– মণিপুর রয়েছে মণিপুরেই৷ তবে মাঝখানে কয়েকদিন একটু শান্ত থাকলেও ফের অশান্ত মণিপুর৷ সেই অশান্তির আগুনে প্রাণ গেল ৭ জনের৷ মৃতু্য হয়েছে এক আইআরবি কমান্ডোরও৷ গত শনিবার রাহুল গান্ধি তাঁর ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেন মণিপুর থেকে ৷ আর সেই যাত্রা পেরিয়ে যাওয়ার পর থেকেই ফের অগ্নিগর্ভ মণিপুর৷ গত দুদিনে সেরাজ্যে যে মৃতু্যর ঘটনা ঘটেছে তার মধ্যে একদিনেই কুকিদের হাতে নিহত হয়েছেন ৫ জন মেতেই৷ মৃতু্য হয়েছে আইআরবি কমান্ডোরও৷
জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে মৃতু্য হয়েছে কাংপোকপির এক গ্রামরক্ষকের৷ বুধবার জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে জড়িয়ে পড়েছিলেন তিনি৷ তখনই তাঁর মৃতু্য হয় বলে সূত্রের খবর৷ তবে বৃহস্পতিবার সরকারিভাবে তাঁর মৃতু্যর খবর জানানো হয়৷ উল্লেখ্য, ভারত জোড়ো ন্যায় যাত্রায় এই কাংপোকপিতে গিয়েছিলেন রাহুল গান্ধি৷ তিনি কাংপোকপি ছাড়ার পরেই সেখানে হিংসা ছড়িয়েছে৷
গত বছর মেতেই ও কুকিদের জাতি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠে উত্তর-পূর্বের এই রাজ্যটি৷ মৃতু্য হয় অগুনতি মানুষের৷ ঘরছাড়া হয় হাজারে-হাজারে মানুষ৷ সেই সংঘর্ষই ফের মাথাচাড়া দিয়ে উঠল এদিন বুধবার৷ ফের জাতি সংঘর্ষ শুরু হয়েছে চূড়াচাঁদপুর, কাংপোকপি বিষ্ণুপুরের মতো এলাকাগুলোতে৷ ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়েছে কুকি ও মেতেইরা৷ তার জেরে বুধবার চারজনের মৃতু্য হয়েছে বিষ্ণুপুরে৷ মৃতদের মধ্যে রয়েছেন ওইনাম বামোলজাও ও তাঁর পুত্র ওইনাম মানিটোম্বা৷ এছাড়াও আরও দুই মেতেই ব্যক্তি নিহত হন বুধবারের সংঘর্ষে৷
উল্লেখ্য, গত রবিবার ভোর চারটে নাগাদ হামলা হয় আইআরবি জওয়ানদের উপরে৷ ওই সময় এমা কোনদং লাইরেম্বি দেবী মন্দিরের কাছে অস্থায়ী ক্যাম্পে ঘুমোচ্ছিলেন তাঁরা৷ হামলা চালানোর জন্য স্থানীয় চিকিম গ্রামের পাহাডে় ঘাঁটি গেডে়ছিল জঙ্গিরা৷ দূর থেকেই গ্রেনেড হামলা চালানো হয়৷ বিস্ফোরণ হয় অস্থায়ী ওই ক্যাম্পটিতে৷ তাতেই মৃতু্য হয় এক আরআরবি কমান্ডোর৷ আহত হন আরও একজন৷