কলকাতা, ১৯ জানুয়ারি: আজ, ১৯ জানুয়ারি শুক্রবার ধূপগুড়িকে পূর্ণাঙ্গ মহকুমার স্বীকৃতি দিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সরকারিভাবে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে ধুপগুড়িবাসীকে এই খুশির খবর দেন। মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন,’আমি এই ঘোষণা করে অত্যন্ত খুশি যে, মা মাটি মানুষের সরকার অবশেষে ধূপগুড়ির বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ করল।’
প্রসঙ্গত উপনির্বাচনের পরেই রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়, ধুপগুড়িকে আলাদা মহকুমা করা হবে। সেইমতো প্রশাসনিক পদক্ষেপ শুরু হয়। ১২ অক্টোবর মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছিলেন, রাজ্য বিধানসভায় এই প্রস্তাব পেশ করা হবে। সেইমতো রাজ্য আইনসভায় সেই আইন পাশ করা হয়। এরপর প্রশাসনিক পদক্ষেপ শুরু হয়। অবশেষে ধূপগুড়ি সরকারিভাবে মহকুমার স্বীকৃতি পেল।
পাশাপাশি এই এলাকার মানুষের প্রশাসনিক কাজকর্মে অনেক সুবিধা হয়ে গেল। সরকারি কাজকর্মে আর দূর দূরান্তে ছুটতে হবে না। তাঁদের শিক্ষা, স্বাস্থ্য, আইনি সুবিধাও সহজতর হয়ে গেল। এছাড়া অন্যান্য প্রয়োজনীয় সরকারি পরিষেবা পেতেও সুবিধা হল তাঁদের।