মুম্বই, ১৭ জানুয়ারি– সোমবার বহু প্রতিক্ষিত রামমন্দিরে রামলালার অভিষেক৷ সেই সন্ধিক্ষণের সাক্ষী থাকতে আমন্ত্রিতের তালিকায় কে নেই? রাজনীতিক থেকে অভিনেতা-ধর্মগুরু৷ দেশ-বিদেশে পেঁৗছে গিয়েছে আমন্ত্রণের চিঠি৷ যদিও দেশেই মন্দির উদ্বোধনে যাওয়া-না যাওয়া নিয়ে চলছে টালবাহানা৷ যেমন উদ্বোধনে না যাওয়ার কথা আগেই জানিয়েছেন রাহুল ও সোনিয়া গান্ধি৷ এবার শরদ পাওয়ারও জানিয়ে দিলেন, তিনি রামমন্দির উদ্বোধনে থাকছেন না ৷ সূত্রের খবর, এই সিদ্ধান্তের পক্ষে মারাঠা স্ট্রংম্যানের নাকি বক্তব্য, ‘সেদিন এত ভীড় থাকবে যে প্রভূ রামের দর্শন ঠিক-ঠাক হবে না৷ পরে দর্শন লাভ সহজ হবে৷’
না যাওয়া তিনি জানিয়েছেন, তাঁর কাছে ভগবান রাম বিশ্বের কোটি কোটি মানুষের বিশ্বাস ও ভক্তির প্রতীক৷ তাঁর কথায়, ‘অযোধ্যার অনুষ্ঠানটি ঘিরে রামভক্তদের মধ্যে প্রভূত উৎসাহ রয়েছে৷ তাঁরা বিপুল সংখ্যায় সেখানে যাচ্ছেন৷ ঐতিহাসিক অনুষ্ঠানটির আনন্দ তাঁদের মধ্যে দিয়েই আমার কাছে পৌঁছবে৷ ২২ জানুয়ারির অনুষ্ঠানের পরে দর্শন লাভ সহজ হবে৷’
বুধবার রামমন্দিরে না যাওয়ার কথা বললেও রামমন্দির নিয়ে বিতর্ক উস্কে দিয়েছেন মঙ্গলবারই৷ কর্নাটকের নিপানিতে মঙ্গলবার বক্তব্য রাখতে গিয়ে শরদ পওয়ার বলেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির আমলে রামমন্দির শিলান্যাস অনুষ্ঠান হলেও তা নিয়ে রাজনীতি হয়নি, আজকে বিজেপি ও আরএসএস ভগবান রামের নামে রাজনীতি করছে৷ আজ যার সাক্ষী হচ্ছে মোদির ভারত৷’ পাশাপাশি মোদির ব্রতপালন নিয়েও খোঁচা দেন পওয়ার৷ বর্ষীয়ান রাজনীতিবিদের মন্তব্য, ‘ভগবান রামের প্রতি ওঁর বিশ্বাসকে আমি শ্রদ্ধা করি৷ কিন্ত্ত উনি যদি দেশের দারিদ্র দূর করার জন্য উপোস করতেন, ব্রত রাখতেন, তাহলে মানুষ তার প্রশংসা করত৷’