• facebook
  • twitter
Friday, 10 January, 2025

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনড় উভয়পক্ষ , রাশিয়ার গুপ্তচর বিমান ধ্বংস করে দেওয়ার দাবি ইউক্রেনের সেনার  

কিয়েভ, 16 জানুয়ারি –  রাশিয়া- ইউক্রেন যুদ্ধ দুই বছর গড়াতে চললেও অব্যাহত উভয় পক্ষের আক্রমণ-পালটা আক্রমণ । মস্কোর হামলার জবাব দিতে পিছপা হচ্ছেনা কিয়েভ। এবার রাশিয়ার গুপ্তচর বিমান ধ্বংস করে দেওয়ার দাবি জানাল ইউক্রেন সেনা । যে বিমানটি গুলি করে নামানোর কথা জানানো হয়েছে ভারতীয় মুদ্রায় তার আনুমানিক মূল্য প্রায় ২ হাজার ৭৯২ কোটি। বিবিসি

কিয়েভ, 16 জানুয়ারি –  রাশিয়া- ইউক্রেন যুদ্ধ দুই বছর গড়াতে চললেও অব্যাহত উভয় পক্ষের আক্রমণ-পালটা আক্রমণ । মস্কোর হামলার জবাব দিতে পিছপা হচ্ছেনা কিয়েভ। এবার রাশিয়ার গুপ্তচর বিমান ধ্বংস করে দেওয়ার দাবি জানাল ইউক্রেন সেনা । যে বিমানটি গুলি করে নামানোর কথা জানানো হয়েছে ভারতীয় মুদ্রায় তার আনুমানিক মূল্য প্রায় ২ হাজার ৭৯২ কোটি। বিবিসি সূত্রে খবর, রবিবার রাতে আজভ সাগরে রাশিয়ার  গুপ্তচর বিমানটিকে গুলি করে নামায় ইউক্রেন। এই বিষয়ে ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি জালুঝনি জানান, “পরিকল্পনামাফিক অভিযান সফল হয়েছে। ইউক্রেনের বিমানবাহিনী দূরপাল্লার এ-৫০ নজরদারি বিমান ও Ilyushin Il-22 এয়ার কন্ট্রোল সেন্টার ধ্বংস করে দেওয়া হয়েছে।” 

এই নজরদারি বিমানটি তৎকালীন সোভিয়েত যুগের। এটি বিভিন্ন ক্ষেপণাস্ত্র ও শত্রুপক্ষের বিমান শনাক্ত করতে সক্ষম। যুদ্ধ বিমান বিশেষজ্ঞরা জানিয়েছেন, যদি এ-৫০ বিমান ধবংসের খবর সত্যি হয় তবে  নিঃসন্দেহে এটা রাশিয়ার ব্যর্থতা। রুশ বিমানবাহিনীর কাছেও এই ঘটনা খুবই অস্বস্তির কারণ হবে। যদিও রুশ আধিকারিকরা এই হামলার খবর নস্যাৎ করে দিয়েছে। অপর দিকে ইউক্রেনের আধিকারিকরাও এই হামলার বিষয় নিশ্চিত করেছেন। 

রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে রক্ত ঝরছে প্রতিনিয়ত , জারি রয়েছে মৃত্যু মিছিল। এখনও পর্যন্ত এই যুদ্ধের কোনও রফাসূত্র মেলেনি। যুদ্ধক্ষেত্রে  একে অপরকে চ্যালেঞ্জ করার ক্ষেত্রে পিছিয়ে নেই কেউই । এই বছরের  জানুয়ারির শুরুতেই রাশিয়ায় ‘নিষিদ্ধ’ক্লাস্টার বোমা ফেলেছিল ইউক্রেন। 

এদিকে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে মানবিক ত্রাণ  সহায়তা দেওয়ার জন্য আবেদন জানিয়েছে জাতি সংঘ . জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত দেশ ছেড়ে চলে যাওয়া লক্ষ লক্ষ শরণার্থীদের জন্য নতুন করে আরও  ৪২০  কোটি ডলার প্রয়োজন

রাশিয়ায় ২০০ রও বেশি ইউক্রেনীয় যুদ্ধবন্দী রয়েছেন । এদের মধ্যে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত বন্দিও রয়েছেন। যুদ্ধবন্দীদের সাজা দেওয়ার ঘটনার  তীব্র নিন্দা করেছে মানবাধিকার সংস্থাগুলি।