• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

‘বয়কট মলদ্বীপ’ ট্রেন্ডে এবার সিদ্ধান্ত নাগার্জুনের

হায়দরাবাদ, ১৫ জানুয়ারি– তিনি দেশের ১৫০ কোটি জনগণের নেতা৷ বিশ্বে তার ফ্যানের সংখ্যাও টেক্কা দেয় তাবড়-তাবড় নেতাদের৷ সেই নরেন্দ্র মোদিকে অপমান করা৷ এবার সেই অপমানের বদলা নিতে এগিয়ে এলেন দক্ষিণী সুপারস্টার নাগার্জুনও৷ ‘বয়কট মলদ্বীপ’ ট্রেন্ডে গা ভাসিয়ে নাগার্জুনও জানালেন, তিনি মলদ্বীপের ঘুরতে যাওয়ার পরিকল্পনা বাতিল করে দিয়েছেন৷ একইসঙ্গে লাক্ষাদ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য্যের প্রশংসাও শোনা গেল তাঁর

হায়দরাবাদ, ১৫ জানুয়ারি– তিনি দেশের ১৫০ কোটি জনগণের নেতা৷ বিশ্বে তার ফ্যানের সংখ্যাও টেক্কা দেয় তাবড়-তাবড় নেতাদের৷ সেই নরেন্দ্র মোদিকে অপমান করা৷ এবার সেই অপমানের বদলা নিতে এগিয়ে এলেন দক্ষিণী সুপারস্টার নাগার্জুনও৷ ‘বয়কট মলদ্বীপ’ ট্রেন্ডে গা ভাসিয়ে নাগার্জুনও জানালেন, তিনি মলদ্বীপের ঘুরতে যাওয়ার পরিকল্পনা বাতিল করে দিয়েছেন৷ একইসঙ্গে লাক্ষাদ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য্যের প্রশংসাও শোনা গেল তাঁর মুখে৷ লাক্ষাদ্বীপ ঘুরতে গেলে, কোথায় যেতে চান, তাও জানালেন নাগার্জুন৷
সম্প্রতিই নিজের নতুন সিনেমা ‘না সামি রাঙ্গা’র প্রচারে এসে দক্ষিণী অভিনেতা জানান, একটানা শুটিং-এর পর অল্প কয়েকদিন ছুটি কাটাতে মলদ্বীপ ঘুরতে যাবেন ভেবেছিলেন৷ ১৭ জানুয়ারির টিকিট কাটা ছিল তাঁর৷ হয়ে গিয়েছিল সমস্ত বুকিংও৷ কিন্ত্ত সম্প্রতিই শুরু হওয়া মলদ্বীপ-লাক্ষাদ্বীপ বিতর্কের জেরেই তিনি মলদ্বীপ ভ্রমণের পরিকল্পনা বাতিল করে দিয়েছেন৷ বরং মলদ্বীপের বদলে তিনি লাক্ষাদ্বীপের বাঙ্গারাম দ্বীপ ঘুরে দেখার ইচ্ছা প্রকাশ করেন৷

মলদ্বীপ ভ্রমণ বাতিলের কারণ হিসাবে নাগার্জুন বলেন, “আমি কোনও ভয় বা অন্য কিছুর জন্য মলদ্বীপের প্ল্যান বাতিল করিনি৷ আমি টিকিট বাতিল করেছি কারণ এটা ভীষণই অস্বাস্থ্যকর৷ ওখানকার নেতা-মন্ত্রীরা যে মন্তব্য করেছেন, তা অত্যন্ত অস্বাস্থ্যকর, উনি আমাদের প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি)৷ ১৫০ কোটি জনগণের নেতা উনি৷ তাঁর সম্পর্কে যে কথা বলেছে, যে ব্যবহার করা হয়েছে, তা সম্পূর্ণ ভুল৷ এর ফলও হাতেনাতে পাচ্ছে মলদ্বীপ৷ সব ক্রিয়ারই প্রতিক্রিয়া রয়েছে৷”