• facebook
  • twitter
Friday, 22 November, 2024

রামলালার প্রাণপ্রতিষ্ঠা সরাসরি দেখবেন জেলবন্দিরাও, যোগীর নির্দেশ পুলিশ কর্তাদের

লখনউ, ৬ জানুয়ারি– আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার সাক্ষী থাকবে গোটা দেশ৷ গোটা দেশ দেখবে অথচ জেলে বন্দিরা তা থেকে বঞ্চিত থাকবেন তা নাকি মেনে নিতে পারছেন না উত্তরপ্রদেশ সরকার৷ তাই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সিদ্ধান্ত, ওইদিন সেরাজ্যের সমস্ত জেল থেকে সরাসরি দেখানো হবে সেই মুহূর্ত৷ ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত

লখনউ, ৬ জানুয়ারি– আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার সাক্ষী থাকবে গোটা দেশ৷ গোটা দেশ দেখবে অথচ জেলে বন্দিরা তা থেকে বঞ্চিত থাকবেন তা নাকি মেনে নিতে পারছেন না উত্তরপ্রদেশ সরকার৷ তাই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সিদ্ধান্ত, ওইদিন সেরাজ্যের সমস্ত জেল থেকে সরাসরি দেখানো হবে সেই মুহূর্ত৷ ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত জেল সুপারিটেন্ডেন্টকে৷ জানানো হয়েছে, তাঁরা যেন নিজেদের জেলে রামলালার প্রাণপ্রতিষ্ঠা ‘লাইভ’ দেখানো বন্দোবস্ত করে রাখেন৷ যোগীরাজ্যের কারা ও গৃহরক্ষী প্রতিমন্ত্রী ধরমবীর প্রজাপতি জানিয়েছেন, সমস্ত বন্দিকে ওই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী করা গুরুত্বপূর্ণ৷ তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

শ্রীরামচন্দ্র তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে প্রধান সম্পাদক চম্পত রাই জানিয়েছেন, ২২ জানুয়ারি দুপুর ১২টা বেজে ২০ মিনিট নাগাদ হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান৷  প্রাণ প্রতিষ্ঠা হবে ১২টা বেজে ২০ মিনিট নাগাদ৷ এরপর সকলে আরতি করবেন৷ আরতি শেষে প্রসাদ বিতরণ হবে৷ সূর্যাস্তের পর সন্ধেবেলায় হবে প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান৷” সেদিনের অনুষ্ঠানে দেশের অধিকাংশ সাধু-সন্তদের তো বটেই, আমন্ত্রণ জানানো হয়েছে রাজনীতি-খেলা-বিনোদন… প্রায় সব জগতের বিশিষ্ট ব্যক্তিদের৷