মামলার শুনানির সময় তখন আদালত কক্ষে বাদী-বিবাদী দুই পক্ষেরই আইনজীবী হাজির। আদালতে নিয়ে আসা হয় আসামিকেও। মামলা নিয়ে তখন আদালত কক্ষে উপস্থিত ব্যক্তিদের মধ্যে গুঞ্জন চলছিল। নির্ধারিত সময়ে বিচারক আদালত কক্ষে ঢুকতেই নিস্তব্ধতা নেমে আসে। বিচারক মামলার শুনানি শুরু করেন। অভিযোগকারী এবং অভিযুক্ত দুই পক্ষের আইনজীবীদের মধ্যে সওয়াল-জবাব পর্বে মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে আদালত কক্ষ। বিচারকের কাছে অভিযুক্তের পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়। কিন্তু বিচারক সরাসরি জানিয়ে দেন, আসামির অপরাধের যা ইতিহাস রয়েছে, তাতে তাঁকে কোনও ভাবেই জামিন দেওয়া সম্ভব নয়। বিচারকের এই রায় শুনেই উত্তেজিত ওই আসামি ঝাঁপিয়ে পড়ে বিচারকের উপর।