নিউ দিল্লি, ৪ জানুয়ারি: অযোধ্যায় ভগবান রামকে নিয়ে উদ্দীপনার কথা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, দেশের মানুষ ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন নিয়ে উৎসুক হয়ে আছেন। তাঁর কথায়, “গোটা দেশ উদ্দীপনায় ফুটছে! তাঁরা রাম লালার ভক্তিতে বুঁদ হয়ে আছেন। মোদী দেশবাসীর উদ্দেশ্যে বলেন, রাম লালার প্রতি উৎসর্গ করা হংসরাজ রঘুবংশজির ভজনটি শুনুন।” এক্স হ্যান্ডেলে হিন্দিতে এই আবেদন পোস্ট করেন তিনি ।