দিল্লি, ৩ জানুয়ারী – ‘ইন্ডিয়া’র আহ্বায়ক পদে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে দেখা যেতে পারে। সূত্রের দাবি, ইতিমধ্যেই কংগ্রেসের তরফে এই বিষয়ে সম্মতি মিলেছে। মঙ্গলবার কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে আরজেডি প্রধান লালুপ্রসাদ এবং নীতীশের আলোচনাও হয়েছে। শিবসেনা,ইউবিটি প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বলেছেন নীতীশ। অন্য দিকে, দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি -র নেতা অরবিন্দ কেজরীওয়াল আগেই নীতীশের নামে সম্মতি দিয়েছেন। চলতি সপ্তাহেই ‘ইন্ডিয়া’র নেতাদের ভার্চুয়াল বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জেডিইউ সূত্রে খবর। সদ্য তাঁর দল জেডিইউ-এর সভাপতি নির্বাচিত হয়েছেন নীতিশ কুমার।