• facebook
  • twitter
Friday, 22 November, 2024

দ্বিতীয় দিনে ৫৫ রানে আল আউট দক্ষিণ আফ্রিকা

কেপ টাউন, ৩ জানুয়ারি: ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্টের দ্বিতীয় ম্যাচে সব থেকে কম রানের নজির। মাত্র ৫৫ রানে আল আউট হয়ে গেল প্রোটিয়া শিবির। ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার এটাই সবচেয়ে কম রানের ইনিংস। এদিন কেপ টাউন টেস্টে ব্যাট করার সিদ্ধান্ত নেন দলনায়ক এডেন মার্করাম। কিন্তু সেই সিদ্ধান্তই কাল হল। এই ইনিংসে ফিল্ডিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স

কেপ টাউন, ৩ জানুয়ারি: ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্টের দ্বিতীয় ম্যাচে সব থেকে কম রানের নজির। মাত্র ৫৫ রানে আল আউট হয়ে গেল প্রোটিয়া শিবির। ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার এটাই সবচেয়ে কম রানের ইনিংস। এদিন কেপ টাউন টেস্টে ব্যাট করার সিদ্ধান্ত নেন দলনায়ক এডেন মার্করাম। কিন্তু সেই সিদ্ধান্তই কাল হল। এই ইনিংসে ফিল্ডিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখাল ভারত। মুকেশ, বুমরাহ, সিরাজের চক্রব্যূহে আটকা পড়ে গেলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। মাত্র ১৫ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন সিরাজ। অন্যদিকে ২.২ ওভার বলে কোনও রান না দিয়ে ২টি উইকেট তুলে নেন মুকেশ। বুমরাহ দুই উইকেট নেন। তিনি বিনিময়ে ২৫ রান দেন প্রোটিয়া বাহিনীকে। বুমরাহের বলে স্লিপ হয়ে যশস্বীর হাতে ধরা পড়েন নান্দ্রে বার্গার।

১৩ বলে মাত্র ৫ রান করেন রাবাদা। নান্দ্রে বার্গার ১১ বলে মাত্র চার রান করেন। একটি বাউন্ডারির মাধ্যমে সেই রান তোলেন তিনি। ১৯.৬ ওভারের মাথায় পুল শট মারেন মুকেশ। সেই বল খেলতে গিয়ে বুমরাহের হাতে ধরা পড়েন প্রোটিয়াদের ব্যাটসম্যান কেশব মহারাজ। ১৩ বলে তাঁর ঝুলিতে মাত্র তিন রান ওঠে। এভাবে ৪৬ রানে ৮ উইকেট খোয়ায় দক্ষিণ আফ্রিকা। এরপর ব্যাট করতে নামেন নান্দ্রে বার্গার। মুকেশ ১ ওভার বল করে সেই উইকেট তুলে নেন। বিনিময়ে কোনও রান দেননি প্রোটিয়া বাহিনীকে। এরপর ব্যাট করতে নামেন লুঙ্গি এনগিদি। মাত্র ২৩.২ ওভারে ৫৫ রান তুলে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।