• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

গুগল পে কে টক্কর দিতে টাটা পে 

মুম্বই, ২ জানুয়ারি– গুগলকে টক্কর দিতে এগিয়ে এল টাটা৷ ডিজিটাল লেনদেনের দুনিয়ায় গুগল পেয়ে-র ধাঁচে চালু হতে চলেছে টাটা পে৷ নতুন বছরের প্রথম দিনেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফে যা চালু করার অনুমতি পেয়েছেন শিল্পপতি রতন টাটা৷ উল্লেখ্য, এই ডিজিটাল পেমেন্ট পদ্ধতি চালু করতে নতুন প্রযুক্তি নিয়ে এসেছে টাটা গোষ্ঠী৷ যার মাধ্যমে গ্রাহকরা খুব সহজে

মুম্বই, ২ জানুয়ারি– গুগলকে টক্কর দিতে এগিয়ে এল টাটা৷ ডিজিটাল লেনদেনের দুনিয়ায় গুগল পেয়ে-র ধাঁচে চালু হতে চলেছে টাটা পে৷ নতুন বছরের প্রথম দিনেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফে যা চালু করার অনুমতি পেয়েছেন শিল্পপতি রতন টাটা৷
উল্লেখ্য, এই ডিজিটাল পেমেন্ট পদ্ধতি চালু করতে নতুন প্রযুক্তি নিয়ে এসেছে টাটা গোষ্ঠী৷ যার মাধ্যমে গ্রাহকরা খুব সহজে লেনদেন করতে পারবেন বলে দাবি করা হয়েছে৷ প্রসঙ্গত, আর্থিক লেনদেনের ক্ষেত্রে এটি টাটা গোষ্ঠীর দ্বিতীয় পেমেন্ট ব্যবসা৷ দেশের গ্রামাঞ্চলগুলিতে হোয়াইট লেভেল এটিএম পরিচালনার লাইসেন্স রয়েছে এই গ্রুপের হাতে৷ যার পোশাকি নাম ‘ইন্ডিক্যাশ’৷
আরবিআই সূত্রে খবর, এর আগে প্রিপেড পেমেন্ট সিস্টেম চালু করতে অনুমতি চেয়েছিল টাটা গোষ্ঠী৷ যা পেলে মোবাইল ওয়ালেট পরিষেবা চালু করতে পারতেন রতন টাটারা৷ কিন্ত্ত নানা কারণে সেই অনুমতি পাননি তাঁরা৷
আবেদনের ভিত্তিতে নতুন বছরের পয়লা জানুয়ারি আরবিআইর তরফে অ্যাগ্রিগেটর লাইসেন্স পান তাঁরা৷ যার জেরে এবার থেকে সমস্ত সহায়ক সংস্থার সঙ্গে এই পেমেন্ট অ্যাপের মাধ্যমে লেনদেন করতে পারবে টাটা গোষ্ঠী৷ এটি কোম্পানির তহবিল পরিচালনার ক্ষেত্রেও সমানভাবে সাহায্য করবে বলে জানা গিয়েছে৷
বর্তমানে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে আরবিআইএর অ্যাগ্রিগেটর লাইসেন্স রয়েছে গুগল পে, রেজার পে ও ক্যাশ ফ্রি-র মতো ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মগুলির৷ বিশেষজ্ঞদের একাংশের দাবি, টাটা পে চালু হলে এই সংস্থাগুলি প্রবল প্রতিযোগিতার মুখে পড়বে৷