• facebook
  • twitter
Wednesday, 27 November, 2024

চার বিমান সংস্থা এবার একসঙ্গে 

দিল্লি, ২ জানুয়ারি– তাদের সব সংস্থাকে এক ছাতার তলায় আনতে চাইছে টাটা গোষ্ঠী৷ এই উদ্যোগে নতুন বছরে তাদের চার বিমান সংস্থাকে এক সঙ্গে আনার উদ্যোগ নিল সংস্থা৷ এর জন্য ন্যাশনাল কোম্পানি ল’ ট্রাইবু্যনালের চূড়ান্ত শুনানির জন্য ‘দ্বিতীয় দফার’ পদক্ষেপ শুরু করা হয়েছে৷ বিমান সংস্থা এআইএক্স কানেক্টকে (প্রাক্তন এয়ারএশিয়া ইন্ডিয়া) এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সঙ্গে মিশিয়ে দেওয়ার

দিল্লি, ২ জানুয়ারি– তাদের সব সংস্থাকে এক ছাতার তলায় আনতে চাইছে টাটা গোষ্ঠী৷ এই উদ্যোগে নতুন বছরে তাদের চার বিমান সংস্থাকে এক সঙ্গে আনার উদ্যোগ নিল সংস্থা৷ এর জন্য ন্যাশনাল কোম্পানি ল’ ট্রাইবু্যনালের চূড়ান্ত শুনানির জন্য ‘দ্বিতীয় দফার’ পদক্ষেপ শুরু করা হয়েছে৷ বিমান সংস্থা এআইএক্স কানেক্টকে (প্রাক্তন এয়ারএশিয়া ইন্ডিয়া) এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্যই এই পদক্ষেপ করা হয়েছে৷ মার্চের মধ্যে এনসিএলটির অনুমোদন পাওয়া যাবে বলেই আশাবাদী টাটা গোষ্ঠী৷আর তা হলে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং এআইএক্স কানেক্ট একটি সিঙ্গল এয়ার অপারেটর সার্টিফিকেট বা লাইসেন্স ব্যবহার করে উড়ান পরিষেবা দিতে পারবে৷ গত বছরের সেপ্টেম্বরে এয়ার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ক্যাম্পবেল উইলসন বিস্তারাকে এয়ার ইন্ডিয়ার সঙ্গে মিশিয়ে দেওয়ার বিষয়টি শর্তসাপেক্ষ বলে জানিয়েছিলেন৷ বিস্তারা একটি নির্দিষ্ট উড়ান পরিষেবা দিতে সক্ষম হলে তবেই এই সংযুক্তিকরণ কর হবে বলে জানিয়েছিলেন তিনি৷
দিল্লি ও মুম্বইয়ে এয়ার ইন্ডিয়ার কেন্দ্রের সঙ্গে সংযোগ সাধনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস৷ সংস্থার উড়ান পরিষেবা বিস্তারের পরিকল্পনা প্রসঙ্গে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সিইও অলোক সিং বলেন, ‘বর্তমানে আমাদের কাছে ৬২টি বিমান রয়েছে (সস্তার বিমান সমেত)৷ আমরা আগামী এক বছরের মধ্যে 50টি নতুন বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান যোগ করতে চলেছি৷ বেশ কিছু পুরোনো বিমান বাতিল করে ডিসেম্বরের মধ্যে প্রায় 98টি বিমান উড়ানের কাজে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের৷’