• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

‘অন্নদাতা’ প্রচারে ২২ কোটি টাকা খরচ মোদি সরকারের

প্রত্যেক গ্রাহককে দেখাতেই হবে মোদির থ্রি-ডি প্রচার দিল্লি, ২ জানুয়ারি– দেশ জুড়ে আমি রেশন দিচ্ছি৷ এই প্রচারে এবার মোদি সরকারের খরচ মোট ২২ কোটি৷ মেট্রো স্টেশনের কায়দায় এবার দেশের রেশন দোকানগুলিতেও ‘বিনামূল্যে রেশন দিচ্ছে কে? নরেন্দ্র মোদি’ এই প্রচারে প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদির থ্রি-ডি কাটআউট৷ কেন্দ্রীয় সরকারি সংস্থা ফুড কর্পোরেশন অব ইন্ডিয়াকে এই প্রচার কর্মসূচি রূপায়ণের

প্রত্যেক গ্রাহককে দেখাতেই হবে মোদির থ্রি-ডি প্রচার
দিল্লি, ২ জানুয়ারি– দেশ জুড়ে আমি রেশন দিচ্ছি৷ এই প্রচারে এবার মোদি সরকারের খরচ মোট ২২ কোটি৷ মেট্রো স্টেশনের কায়দায় এবার দেশের রেশন দোকানগুলিতেও ‘বিনামূল্যে রেশন দিচ্ছে কে? নরেন্দ্র মোদি’ এই প্রচারে প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদির থ্রি-ডি কাটআউট৷
কেন্দ্রীয় সরকারি সংস্থা ফুড কর্পোরেশন অব ইন্ডিয়াকে এই প্রচার কর্মসূচি রূপায়ণের দায়িত্ব  দায়িত্ব দেওয়া হয়েছে৷ জানা গেছে, সম্প্রতি এ ব্যাপারে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিল খাদ্যমন্ত্রক৷ সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷  সূত্রের খবর, এ ব্যাপারে খাদ্য মন্ত্রকের তরফে রেশন দোকানগুলির কাছে নির্দেশ গিয়েছে৷ বলা হয়েছে, বাধ্যতামূলক ভাবে প্রত্যেক গ্রাহককে ছবির মতো এটা দেখাতে হবে৷ এবং বোঝাতেও হবে যে বিনামূল্যে রেশন দিচ্ছেন মোদি! দেশের এক হাজার জায়গায় এমন সেলফি পয়েন্ট বসানোর নির্দেশ দেওয়া হয়েছে৷ তার মধ্যে আছে পশ্চিমবঙ্গও৷ এজন্য প্রায় ২২ কোটি টাকা খরচ হবে বলে জানা গেছে৷ এছাড়াও দেশের ৫ লক্ষের বেশি রেশনে দোকানের সামনে ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’র ব্যানার লাগানোর নির্দেশও দেওয়া হয়েছে৷
তবে কেন্দ্রের এমন নির্দেশ মানতে নারাজ বাংলা সহ অবিজেপি রাজ্যগুলি৷ বছর ঘুরলে লোকসভা ভোট৷ সেদিকে লক্ষ্য রেখেই মোদির এই প্রচার বলে অভিযোগ বিরোধীদের৷ কারণ কেন্দ্রীয় প্রকল্পেও রাজ্যের অনুদান থাকে৷ ফলে মোদি একা করছেন: এই তত্ত্ব মানতে নারাজ বিরোধীরা৷ বাংলা ছাড়াও এব্যাপারে বেঁকে বসেছে তামিলনাড়ু, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার ও তেলেঙ্গানা মতো অবিজেপি রাজ্যগুলি৷ এই পরিস্থিতিতে কী করণীয়, তা খাদ্যমন্ত্রকের কাছ থেকে জানতে চেয়েছে কেন্দ্র৷