দিল্লি, ২৬ ডিসেম্বর– কেরল, গোয়া, মহারাষ্ট্রের গণ্ডী পেরিয়ে এবার কর্নাটকেও হদিশ মিলল করোনা ভাইরাসের নয়া প্রজাতি JN.1-এর৷ কর্নাটকে ৩৪ জনের শরীরে করোনার নয়া প্রজাতির হদিশ মিলেছে৷ এই প্রজাতির সংক্রমণে ৩ জনের মৃতু্যও হয়েছে৷ তবে এই সংখ্যা শুধু কর্নাটক স্বাস্থ্য দফতরের উদ্বেগই বাড়ায়নি আগাম সতর্কতা নিতে শুরু করেছে দেশের অন্যতম তথ্য-প্রযুক্তি সংস্থা উইপ্রো৷
উইপ্রোর তরফে জানানো হয়েছে, নভেম্বর থেকেই কর্মীরা সম্পূর্ণভাবে ভ্যাকসিন নেওয়ার পরই কাজে আসছেন এবং সপ্তাহে ৩ দিন করে রোটেশনালি কর্মীরা অফিসে আসছেন৷ করোনার বাড়বাড়ন্ত মোকাবিলায় সমস্ত বিধি মেনে চলা হচ্ছে এবং কর্মীদের স্বাস্থ্যের বিষয়টি অগ্রাধিকার দেওয়া হয়েছে বলেও সংস্থার তরফে জানানো হয়েছে৷ স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১১৬ জন৷ ফলে মঙ্গলবার দেশে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁডি়য়েছে ৪,১৭০৷