• facebook
  • twitter
Friday, 22 November, 2024

‘আসুন, যিশুর দেওয়া শিক্ষা স্মরণ করি,’ বড়দিনে দেশবাসীকে শুভেচ্ছা মোদির

দিল্লি, ২৫ ডিসেম্বর– বড়দিনের আনন্দে গোটা বিশ্বের সঙ্গে আনন্দে উত্তাল ভারতও৷ সেই আনন্দকে মাতোয়ারা দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকে৷ তবে দেশে এই উৎসবে যেমন রাস্তা-ঘাটে দেখা দিয়েছে মানুষের ঢল অন্যদিকে বহু জায়গায় জানজটে নাজেহাল মানুষ৷ যেমন বেঙ্গালুরুতে বড়দিনের আগে রাতে এতই যানজট যে ৩ ঘণ্টা ধরে

দিল্লি, ২৫ ডিসেম্বর– বড়দিনের আনন্দে গোটা বিশ্বের সঙ্গে আনন্দে উত্তাল ভারতও৷ সেই আনন্দকে মাতোয়ারা দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকে৷ তবে দেশে এই উৎসবে যেমন রাস্তা-ঘাটে দেখা দিয়েছে মানুষের ঢল অন্যদিকে বহু জায়গায় জানজটে নাজেহাল মানুষ৷ যেমন বেঙ্গালুরুতে বড়দিনের আগে রাতে এতই যানজট যে ৩ ঘণ্টা ধরে রাস্তার একই জায়গায় আটকে রইল গাডি়! মুম্বই থেকে কলকাতা, সন্ধে নামলে সর্বত্রই বাড়বে ভিড়৷ যে কারণে বেশিরভাগ বড় শহরগুলিতেই আঁটসাট নিরাপত্তা৷ এমন বিশেষ দিনে সকাল সকাল দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোদি৷ তাঁর X হ্যান্ডেলে তিনি লেখেন, ‘প্রত্যেককে ক্রিসমাসের শুভেচ্ছা৷ আশা করি, এই উৎসব আপনার জীবনে আনন্দ, শান্তি এবং সম্বৃদ্ধি বহন করে আনবে৷ সম্প্রীতি বজায় রেখে ভালো কাজে অগ্রগতি করতে হবে৷ সেই সঙ্গে যিশুর দেওয়া শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে৷’
ঠিক একইভাবে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও৷ তিনি লেখেন, ‘এই উৎসব সকলের মধ্যে সম্প্রীতি আর ভালোবাসা ছডি়য়ে দিক৷ যিশুর বাণী থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে৷’ শুভেচ্ছা বার্তার তালিকায় ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার থেকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি-সহ অনেকেই৷