• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

একলাফে সাড়ে ৩৯টাকা কমল বানিজ্যিক গ্যাসের দাম

দিল্লি, ২২ ডিসেম্বর– শুক্রবার শুক্রবার এক ধাক্কায় ৩৯.৫০ টাকা কমে গেল ১৯ কেজি সিলিন্ডারের মূল্য৷ উৎসবের মরশুমে বাণিজ্যিক গ্যাসের দাম কমলায় হাসি খাবার ব্যবসায়ীদের মুখে৷ সাধারণত মাসের প্রথমদিকেই গ্যাসের দামে রদবদল হয়ে থাকে৷ চলতি মাসের শুরুতেই বেড়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম৷ তবে বড়দিন-নতুন বছরের কথা মাথায় রেখে এলপিজি বাণিজ্যিক গ্যাসের দাম বেশ খানিকটা কমিয়ে দেওয়া হল৷

দিল্লি, ২২ ডিসেম্বর– শুক্রবার শুক্রবার এক ধাক্কায় ৩৯.৫০ টাকা কমে গেল ১৯ কেজি সিলিন্ডারের মূল্য৷ উৎসবের মরশুমে বাণিজ্যিক গ্যাসের দাম কমলায় হাসি খাবার ব্যবসায়ীদের মুখে৷ সাধারণত মাসের প্রথমদিকেই গ্যাসের দামে রদবদল হয়ে থাকে৷ চলতি মাসের শুরুতেই বেড়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম৷ তবে বড়দিন-নতুন বছরের কথা মাথায় রেখে এলপিজি বাণিজ্যিক গ্যাসের দাম বেশ খানিকটা কমিয়ে দেওয়া হল৷ তবে সুরাহা নেই গৃহস্থের রান্নাঘরে৷ রাষ্ট্রায়ত্ত পেট্রোলিয়াম সংস্থাগুলোর তরফে জানানো হয়েছে, শুক্রবার থেকে কমানো হল বাণিজ্যিক গ্যাসের দাম৷ একলাফে প্রায় ৪০ টাকা কমানো হয়েছে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম৷ ফলে কলকাতায় একটি সিলিন্ডারের দাম হল ১৮৬৮.৫০ টাকা৷ দিল্লি, মুম্বই ও চেন্নাইতেও ২ হাজার টাকার নীচেই ঘোরাফেরা করছে৷ গ্যাসের দাম কমার ফলে দোকানে বিক্রি হওয়া খাবারের দামও কমতে পারে বলেই অনুমান৷
উল্লেখ্য, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন মিটতেই বাণিজ্যিক গ্যাসের (১৯ কেজি) দাম বেড়েছিল৷ ২২ টাকা ৫০ পয়সা বেডে় কলকাতায় বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম ১৯০০ পেরিয়ে গিয়েছিল৷ ওয়াকিবহাল মহল আগেই আশঙ্কা করেছিল যে পাঁচ রাজ্যের ভোট মিটলেই রান্নার গ্যাসের দাম বাড়তে পারে৷ তবে নজিরবিহীনভাবে মাসের শেষদিকে রদবদল করা হল৷