• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

দিল্লি পুলিশ বাদ, সংসদের নিরাপত্তায় সিআইএসএফে আস্থা

দিল্লি, ২১ ডিসেম্বর– বড় সিদ্ধান্ত কেন্দ্রের৷ সংসদ হামলার পরে  পর আর দিল্লি পুলিশের ওপর ভরসা রাখতে পারছে না কেন্দ্র৷ তাই বড়সড় বদল সংসদের নিরাপত্তায়৷ লোকসভা ও রাজ্যসভা- সহ গোটা সংসদ ভবনের নিরাপত্তার দায়িত্ব পেল সিআইএসএফ৷ জানা গিয়েছে, চলতি সপ্তাহ থেকেই নিরাপত্তার দায়িত্ব নেবে সিআইএসএফই৷ দায়িত্ব পাওয়ার পরেই বৃহস্পতিবার গোটা সংসদ পর্যবেক্ষণ করেন সিআইএসএফই আধিকারিকরা৷ এতদিন পর্যন্ত

দিল্লি, ২১ ডিসেম্বর– বড় সিদ্ধান্ত কেন্দ্রের৷ সংসদ হামলার পরে  পর আর দিল্লি পুলিশের ওপর ভরসা রাখতে পারছে না কেন্দ্র৷ তাই বড়সড় বদল সংসদের নিরাপত্তায়৷ লোকসভা ও রাজ্যসভা- সহ গোটা সংসদ ভবনের নিরাপত্তার দায়িত্ব পেল সিআইএসএফ৷ জানা গিয়েছে, চলতি সপ্তাহ থেকেই নিরাপত্তার দায়িত্ব নেবে সিআইএসএফই৷ দায়িত্ব পাওয়ার পরেই বৃহস্পতিবার গোটা সংসদ পর্যবেক্ষণ করেন সিআইএসএফই আধিকারিকরা৷
এতদিন পর্যন্ত এই কাজ ছিল দিল্লি পুলিশের৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, এবার থেকে সংসদের নিরাপত্তার দায়িত্ব সিআইএসএফ৷ তবে ভবনের বাইরে আগের মতোই দায়িত্বে থাকবে দিল্লি পুলিশ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়, সংসদ ভবনের অন্দরে নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় দায়িত্ব থাকবে সিআইএসএফের উপর৷ সিআইএসএফই দেখবে সংসদে কারা প্রবেশ করতে পারবে কারা নয়৷