• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

চলন্ত ট্রেনে আগুন, দগ্ধ হয়ে মৃত ৪

ঢাকা, ১৯ ডিসেম্বর– বাংলাদেশের ভোট পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে৷ ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই নাশকতার ঘটনা বাড়ছে বাংলাদেশে৷ এবার চলন্ত ট্রেনে নাশকতা ঘটানোর অভিযোগ উঠল৷ এবার ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন ধরিয়ে দেওয়া হল৷ মঙ্গলবার ভোরে এই ঘটনায় অন্তত ৪ যাত্রীর মৃতু্য হয়েছে৷ কারা চলন্ত ট্রেনে আগুন ধরাল তা এখনও স্পষ্ট নয়৷ তবে এটি

ঢাকা, ১৯ ডিসেম্বর– বাংলাদেশের ভোট পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে৷ ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই নাশকতার ঘটনা বাড়ছে বাংলাদেশে৷ এবার চলন্ত ট্রেনে নাশকতা ঘটানোর অভিযোগ উঠল৷ এবার ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন ধরিয়ে দেওয়া হল৷ মঙ্গলবার ভোরে এই ঘটনায় অন্তত ৪ যাত্রীর মৃতু্য হয়েছে৷ কারা চলন্ত ট্রেনে আগুন ধরাল তা এখনও স্পষ্ট নয়৷ তবে এটি নাশকতার ঘটনা বলে অভিযোগ৷
এদিন ভোরে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় ও হাওর বেষ্টিত জেলা নেত্রকোনা থেকে ঢাকার দিকে আসছিল মোহনগঞ্জ এক্সপ্রেসটি৷ সেই সময়ই চলন্ত ট্রেনটির ৩টি বগিতে আগুন ধরিয়ে দেওয়া হয়৷ ঢাকার তেজগাঁও থানার ওসি মহম্মদ মহসিন জানান, বিমানবন্দর স্টেশন পেরিয়ে ট্রেনটি খিলক্ষেতে আসতেই যাত্রীরা কয়েকটি বগিতে আগুন দেখতে পান৷ তাঁরা চিৎকার করতে শুরু করেন৷ এরপর খবর পেয়ে চালক ট্রেনটি তেজগাঁও স্টেশনে থামিয়ে দেন৷ দমকল বাহিনী ও সিভিল ডিফেন্স দফতরের কর্মকর্তা শাজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, এদিন ভোর ৫টা ৪ মিনিটে আগুনের খবর পায় দমকল বাহিনী৷ তারপর দমকলের ৩টি ইউনিট ঘটনাস্থলে যায় এবং সকাল ৬টা ৪৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়৷
ঘণ্টা দুয়েকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এলেও চলন্ত ট্রেনের ভিতরেই দগ্ধে মৃতু্য হয়েছে ৪ যাত্রীর৷ যার মধ্যে মা তাঁর ৩ বছরের এক শিশু সন্তান রয়েছে৷ পুলিশ দেহগুলি উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় এবং ট্রেনটি খালি করে কমলাপুর স্টেশনে পাঠানো হয়৷
চলন্ত ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনাটি নাশকতা বলে দাবি জানিয়েছে ঢাকা পুলিশ৷ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেন, “আমি মনে করি হরতাল-অবরোধকারীরাই এই নাশকতার সঙ্গে জড়িত৷ তারাই মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন লাগিয়েছে৷ এর আগেও তারা এভাবে ট্রেনে নাশকতা করেছে৷” গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে ঢাকা পুলিশ ও বাংলাদেশ রেল কর্তৃপক্ষ জানিয়েছে৷
প্রসঙ্গত, গত বুধবারও ভোরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পডে়ছিল ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস৷ সেদিন ময়মনসিংহের কাছে গাজিপুরে চিলাই নদীর সেতুর উপরে লাইনচু্যত হয়ে যায় ট্রেনের ৭টি কামরা৷ রেললাইন থেকে ছিটকে পাশের জমিতে আছডে় পডে় কয়েকটি কামরা৷ বিচ্ছিন্ন হয়ে যায় ইঞ্জিনও৷ সেই দুর্ঘটনায় শেষ পাওয়া খবর পর্যন্ত একজনের মৃতু্য হয়েছে এবং ১০ জন আহত হয়েছেন৷ নাশকতার উদ্দেশ্য নিয়ে ইচ্ছাকৃতভাবেই রেললাইন কেটে রাখা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা যায়৷