• facebook
  • twitter
Friday, 22 November, 2024

দেশজুড়ে ফের করোনার আতঙ্ক, একদিনেই ৫ জনের মৃত্যুর খবর

দিল্লি, ১৮ ডিসেম্বর – দেশজুড়ে ফের করোনার আতঙ্ক। করোনায় একদিনেই ৫ জনের মৃত্যুর খবর মিলেছে। এর মধ্যে কেরালাতেই মৃত্যু হয়েছে চার জনের। উত্তরপ্রদেশে  ১ জনের মৃত্যু হয়েছে করোনায়। ফের সতর্কবার্তা জারি করেছে হু।  গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্তের সংখ্যা ৩৩৫ জন। দেশজুড়ে অ্যাক্টিভ রোগীর সংখ্যা প্রায় ২ হাজার ছুঁতে চলেছে। দেশবাসীকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। শুধু ভারতে নয়, দুনিয়াজুড়েই বাড়ছে করোনার প্রকোপ। বেশ কয়েকটি দেশে  মাস্ক

দিল্লি, ১৮ ডিসেম্বর – দেশজুড়ে ফের করোনার আতঙ্ক। করোনায় একদিনেই ৫ জনের মৃত্যুর খবর মিলেছে। এর মধ্যে কেরালাতেই মৃত্যু হয়েছে চার জনের। উত্তরপ্রদেশে  ১ জনের মৃত্যু হয়েছে করোনায়। ফের সতর্কবার্তা জারি করেছে হু।  গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্তের সংখ্যা ৩৩৫ জন। দেশজুড়ে অ্যাক্টিভ রোগীর সংখ্যা প্রায় ২ হাজার ছুঁতে চলেছে। দেশবাসীকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। শুধু ভারতে নয়, দুনিয়াজুড়েই বাড়ছে করোনার প্রকোপ। বেশ কয়েকটি দেশে  মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে ।

স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, রবিবার পাঁচজন কোভিড আক্রান্তের মৃত্যু হয়েছে দেশজুড়ে। তার মধ্যে চারজনই কেরলের। এক কোভিড আক্রান্তের মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশেও । এছাড়াও মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৩৫ জন। বর্তমানে দেশজুড়ে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ১৭০১। সবমিলিয়ে দেশে কোভিড আক্রান্তের সংখ্যা সাড়ে চার কোটি ছাড়িয়ে গিয়েছে। মৃতের সংখ্যাও পাঁচ লক্ষ পেরিয়ে গিয়েছে।
 
কোভিডের জেএন.১ নয়া ভ্যারিয়েন্ট আতঙ্ক ছড়াচ্ছে। কেরলের এক বৃদ্ধার দেহে মিলেছে এই ভাইরাস। রাজ্যের কোভিড পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ। দেশজুড়ে করোনার বাড়তে থাকায় সতর্ক কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকও।তবে  আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। তবে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন তিনি। জোর দেওয়া হয়েছে ভ্যাকসিন নেওয়ার বিষয়টিতে। 

 কোভিডের নয়া ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন হু। সিঙ্গাপুর-সহ নানা দেশে কোভিডের দাপট বাড়ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বড়দিনের সময় বিশেষ করে উৎসবের মরশুমে জনসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে। শুধু কোভিড নয়, ইনফ্লুয়েঞ্জার মতো রোগ থেকেও সতর্ক থাকতে পরামর্শ দিচ্ছে হু। শুধু ভারত নয়, বিশ্বের বিভিন্ন জায়গাতেই মাস্ক পরার বিধি কঠোর করা হচ্ছে। সিঙ্গাপুরে কোভিড -১৯ সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই প্রেক্ষিতে জনবহুল জায়গাগুলিতে মুখোশ পরার নির্দেশ দিয়েছে সিঙ্গাপুর সরকার। ৩ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা ৭৫ শতাংশ বেড়ে ৫৬,০৪৩ হয়েছে।  বেশিরভাগ ক্ষেত্রেই জেএম.১ সাব-ভেরিয়েন্ট পাওয়া গিয়েছে।