• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

ভারতের ন্যায়ের শরণাপন্ন ‘পান্নুনকে খুনের চেষ্টা’য় আমেরিকায় গ্রেপ্তার নিখিল

দিল্লি, ১৫ ডিসেম্বর– আমেরিকায় ধৃত নিখিল গুপ্তা এবার ভারতের ন্যায়বিচারের দ্বারস্থ৷ ন্যায়বিচার চেয়ে সুপ্রিম কোর্টের শরনাপন্ন হয়েছে নিখিলের পরিবার৷ আমেরিকার মাটিতে বসে খলিস্তানি নেতা গুরুপতবন্ত সিং পান্নুনকে খুনের ছক কষার দায়ে তাঁকে গ্রেপ্তার করেছিল আমেরিকা৷ নিখিলের পরিবারের আবেদনে শীর্ষ আদালত জানিয়েছে, ছুটির পর আদালতের কাজ শুরু হলেই এই মামলার শুনানি হবে৷ উল্লেখ্য, চলতি বছরের ৩০

দিল্লি, ১৫ ডিসেম্বর– আমেরিকায় ধৃত নিখিল গুপ্তা এবার ভারতের ন্যায়বিচারের দ্বারস্থ৷ ন্যায়বিচার চেয়ে সুপ্রিম কোর্টের শরনাপন্ন হয়েছে নিখিলের পরিবার৷ আমেরিকার মাটিতে বসে খলিস্তানি নেতা গুরুপতবন্ত সিং পান্নুনকে খুনের ছক কষার দায়ে তাঁকে গ্রেপ্তার করেছিল আমেরিকা৷ নিখিলের পরিবারের আবেদনে শীর্ষ আদালত জানিয়েছে, ছুটির পর আদালতের কাজ শুরু হলেই এই মামলার শুনানি হবে৷
উল্লেখ্য, চলতি বছরের ৩০ জুন নিখিলকে গ্রেপ্তার করে চেক প্রজাতন্ত্রের পুলিশ৷ তার পর তাঁকে মার্কিন প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়৷ সেখানেই তাঁর বিচার চলছে৷ চেক প্রজাতন্ত্রের জেলে দীর্ঘদিন ধরে বন্দি রয়েছেন নিখিল৷ সুপ্রিম কোর্টের কাছে নিখিলের আবেদন, তাঁর মানবাধিকার লঙ্ঘিত হয়েছে৷ সেই সঙ্গে দিল্লিতে বসবাসকারী তাঁর পরিবারকে নিয়েও চিন্তিত নিখিল৷ জানা গিয়েছে, নিখিলের নাম উল্লেখ না করেই সুপ্রিম কোর্টের  কাছে আবেদন করেছে তাঁর পরিবার৷ সেখানে বলা হয়ছে, “একেবারে বেআইনিভাবে প্রাগে গ্রেপ্তার করা হয় নিখিলকে৷ সরকারি গ্রেপ্তারি পরোয়ানা দেখানো হয়নি৷ চেক প্রজাতন্ত্রের স্থানীয় আধিকারিকরাও দোষী বলে মনে করেননি৷ কেবল মার্কিন এজেন্টদের নির্দেশেই গ্রেপ্তার হয়েছেন৷ একজন নিরামিষাশী হিন্দুকে জোর করে গোমাংস ও পর্ক খাইয়ে দেওয়া হয়েছে৷ গোটা ঘটনায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে৷”
এই আবেদন দায়ের হওয়ার পরেই দ্রুত শুনানির সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট৷ তবে আপাতত ছুটি পড়ে যাচ্ছে শীর্ষ আদালতে৷ কাজকর্ম আবার শুরু হওয়ার পর আগামী ৪ জানুয়ারি থেকে এই আবেদনের শুনানি শুরু হবে৷ উল্লেখ্য, পান্নুনকে হত্যার ছক কষার অভিযোগে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড পেতে পারেন নিখিল৷