• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

বিহারে ৮৭০০ কোটি বিনিয়োগ আদানির, চাকরি হবে ১০ হাজারের

পটনা, ১৪ ডিসেম্বর-– বড় বিনিয়োগের ঘোষণা আদানি গোষ্ঠীর৷ একাধিক সেক্টরে মোট ৮৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে বিশ্বের প্রথম সারির ধনী ব্যক্তির সংস্থা৷ বিহারের জন্য এই বিনিয়োগের ঘোষণা করা হয়েছে আদানিদের তরফে৷ আদানি এন্টারপ্রাইজের ডিরেক্টর প্রণব আদানি বৃহস্পতিবার এই ঘোষণা করেছেন৷ এর জেরে সরাসরি বা পরোক্ষভাবে ১০ হাজার জনের চাকরি হওয়ার আশাও দেখিয়েছেন তিনি৷ নীতীশ কুমারের

পটনা, ১৪ ডিসেম্বর-– বড় বিনিয়োগের ঘোষণা আদানি গোষ্ঠীর৷ একাধিক সেক্টরে মোট ৮৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে বিশ্বের প্রথম সারির ধনী ব্যক্তির সংস্থা৷ বিহারের জন্য এই বিনিয়োগের ঘোষণা করা হয়েছে আদানিদের তরফে৷ আদানি এন্টারপ্রাইজের ডিরেক্টর প্রণব আদানি বৃহস্পতিবার এই ঘোষণা করেছেন৷ এর জেরে সরাসরি বা পরোক্ষভাবে ১০ হাজার জনের চাকরি হওয়ার আশাও দেখিয়েছেন তিনি৷
নীতীশ কুমারের সরকার আয়োজিত বিহার বিজনেস কানেক্ট ২০২৩ এ আদানি এন্টারপ্রাইজের চেয়ারম্যান এই বিনিয়োগের ঘোষণা করেছেন৷
সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের কর্মসংস্থানের আশাও জাগিয়েছেন৷ বিহারকে এখন বিনিয়োগের আকর্ষণীয় জায়গা বলেও মনে করছে আদানি গ্রুপ৷
খাদ্য-পানীয় প্রস্তুতকারী সেক্টরের পাশাপাশি কারখানাও গড়বে আদানি৷ সিমেন্ট তৈরির কারখানাতেই প্রায় ৩ হাজার জনের কর্ম সংস্থান হবে বলে জানানো হয়েছে৷ এর পাশাপাশি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের প্রশংসাও শোনা গিয়েছে আদানি গোষ্ঠীর ডিরেক্টরের কথায়৷
এ নিয়ে তিনি বলেছেন, “পরিবর্তন দেখা যাচ্ছে৷ সামাজিক সংস্কার, আইন পরিস্থিতি, শিক্ষা, মহিলা ক্ষমতায়নে বিশেষ পরিবর্তন এসেছে৷” এর আগে আদানি গোষ্ঠী বিহারে গ্যাস সরবরাহ ক্ষেত্রে ৮৫০ কোটি টাকার বিনিয়োগ করেছে বলেও জানিয়েছেন ডিরেক্টর৷ সেই বিনিয়োগের পরিমাণই বাড়ানোর কথা এদিন শুনিয়েছে আদানি গোষ্ঠী৷