• facebook
  • twitter
Friday, 22 November, 2024

জীবাশ্ম জ্বালানী বন্ধে মঞ্চে লিসিপ্রিয়া

দুবাই, ১২ ডিসেম্বর– সংযুক্ত আরব আমিরশাহির দুবাইয়ে চলছে রাষ্ট্রপুঞ্জের জলবায়ু সম্মেলন ২০২৩৷ আর সোমবার এই কপ২৮ -এর মঞ্চে সাড়া ফেলে দিল এক ভারতীয় কিশোরী৷ তিমুর লেস্টের বিশেষ দূত হিসেবে জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছে ১২ বছরের লিসিপ্রিয়া কাঙ্গুজাম৷ কিন্ত্ত আসলে সে মণিপুরের বাসিন্দা৷ সোমবার, এই কিশোরী আচমকা জীবাশ্ম-ভিত্তিক জ্বালানি ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ছুটে মঞ্চে উঠে

দুবাই, ১২ ডিসেম্বর– সংযুক্ত আরব আমিরশাহির দুবাইয়ে চলছে রাষ্ট্রপুঞ্জের জলবায়ু সম্মেলন ২০২৩৷ আর সোমবার এই কপ২৮ -এর মঞ্চে সাড়া ফেলে দিল এক ভারতীয় কিশোরী৷ তিমুর লেস্টের বিশেষ দূত হিসেবে জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছে ১২ বছরের লিসিপ্রিয়া কাঙ্গুজাম৷ কিন্ত্ত আসলে সে মণিপুরের বাসিন্দা৷ সোমবার, এই কিশোরী আচমকা জীবাশ্ম-ভিত্তিক জ্বালানি ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ছুটে মঞ্চে উঠে পডে়৷ তার হাতে ছিল একটা পোস্টার৷ তাতে লেখা ছিল, ‘জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ কর৷ আমাদের গ্রহ এবং আমাদের ভবিষ্যত রক্ষা কর৷’ মঞ্চে উঠে এই বিষয়ে সংক্ষিপ্ত বক্তৃতাও দেয় ছোট্ট মেয়েটি৷ দর্শকরা তাঁর উদ্যোগকে করতালি দিয়ে স্বাগত জানান বটে, তবে, এরপর মঞ্চ থেকে তাকে নামিয়ে দেন নিরাপত্তা কর্মীরা৷ পরে তাকে জলবায়ু সম্মেলন থেকেই বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ লিসিপ্রিয়ার৷