• facebook
  • twitter
Friday, 22 November, 2024

প্রজাতন্ত্র দিবসে গড়হাজির বাইডেন, অনিশ্চিত কোয়াড সম্মেলনও!

দিল্লি, ১২ ডিসেম্বর– ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসে অতিথি হিসেবে ডাকা হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে৷ কিন্তু জানা গেল সেই অনুষ্ঠান যোগ দিতে আসছেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন৷ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে এমনটাই দাবি করা হয়েছে৷ তবে শুধু প্রজাতন্ত্র দিবসেই নয়, মার্কিন প্রেসিডেন্ট ভারতে আয়োজিত কোয়াড সম্বেলনেও গরহাজির থাকতে পারেন৷ কারণ ওই সময়েই কোয়াড সম্মেলন

দিল্লি, ১২ ডিসেম্বর– ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসে অতিথি হিসেবে ডাকা হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে৷ কিন্তু জানা গেল সেই অনুষ্ঠান যোগ দিতে আসছেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন৷ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে এমনটাই দাবি করা হয়েছে৷ তবে শুধু প্রজাতন্ত্র দিবসেই নয়, মার্কিন প্রেসিডেন্ট ভারতে আয়োজিত কোয়াড সম্বেলনেও গরহাজির থাকতে পারেন৷ কারণ ওই সময়েই কোয়াড সম্মেলন হওয়ার কথা৷ সেটিও সেই সময় হচ্ছে না বলে দাবি৷ গত ৮ সেপ্টেম্বর নয়াদিল্লিতে আয়োজিত জি-২০ সম্মেলনের ফাঁকেই মোদি ও বাইডেনের দ্বিপাক্ষিক বৈঠক হয়৷ সেই সময়ই তাঁকে প্রজাতন্ত্র দিবসে ভারতে আসার আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী৷ ২৭ জানুয়ারি হওয়ার কথা ছিল কোয়াড সম্মেলন৷ ভারত, আমেরিকা ছাড়াও জাপান ও অস্ট্রেলিয়ারও অংশ নেওয়ার কথা ছিল সেখানে৷ কিন্ত্ত বাইডেন না আসায় সমস্যা তৈরি হয়েছে৷ অন্য দেশগুলিরও সমস্যা রয়েছে বলে গুঞ্জন৷ তাই সেটিও এখন হচ্ছে না৷ বছরের অন্য সময়ে কোয়াড সম্মেলন হবে৷
যদিও নয়াদিল্লির তরফে এখনও এই বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি৷ তবে সূত্রের তরফে এমনটাই দাবি৷ গত সেপ্টেম্বরে মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি জানিয়েছিলেন, বাইডেনকে মোদি আমন্ত্রণ জানিয়েছেন৷ কিন্ত্ত সরকারি ভাবে মার্কিন প্রশাসনের তরফে এই বিষয়ে কিছু বলা হয়নি৷ প্রসঙ্গত, ২০২৩ সালের সাধারণতন্ত্র দিবসের অতিথি ছিলেন মিশরের প্রেসিডেন্ট৷ এখন দেখার বাইডেন না হলে তাঁর জায়গায় কাকে সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি করা হয়৷