বিপুল পরিমাণ টাকা উদ্ধারের খবর পেয়ে মুখ খোলেন অমিত শাহও। কংগ্রেস নেতার বাড়ি থেকে এত টাকা মেলার পরেও ইন্ডিয়া জোটের নেতারা চুপ কেন, সেই প্রশ্ন তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর মতে, “তদন্তকারী সংস্থাগুলোর অপব্যবহার হচ্ছে বলে প্রশ্ন তোলা হয়। আসলে ওদের মনে ভয় আছে, তদন্ত হলেও দুর্নীতি প্রকাশ্যে এসে যাবে। তাই এই প্রশ্ন তোলে।” যদিও কংগ্রেসের তরফে বলা হয়, এই কাণ্ডের দায় নিতে হবে সাংসদকেই।
রবিবার সারাদিন কংগ্রেস-বিজেপি তরজার পরে সোমবার বিক্ষোভে নামে গেরুয়া শিবির। গান্ধীমূর্তির সামনে প্ল্যাকার্ড-পোস্টার নিয়ে হাজির হন বিজেপি সাংসদরা। নাড্ডার নেতৃত্বে স্লোগান দিতে থাকেন, “কংগ্রেসকে হাত, লুটেরা কে সাথ”। সংসদের সামনে দাঁড়িয়ে নাড্ডা বলেন, “শুরু থেকেই বিজেপি মনে করে যে দুর্নীতি আর কংগ্রেস হল একই মুদ্রার দুই পিঠ। ওরা সবসময় ইডি আর আয়কর দপ্তরকে ভয় পেয়ে এসেছে।”