যে ‘দোষে’ তিনি জেলবন্দি, সেই গুণের কারণেই পেয়েছেন নোবেল শান্তি পুরস্কার৷ তিনি ইরানের নারী স্বাধীনতা আন্দোলনের মুখ৷ মৌলবাদী শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে নোবেল পুরস্কার মঞ্চে ভাষণ দিলেন নার্গিস সাফি মহাম্মদি৷ কিন্তু তিনি তো বর্তমানে ইরানের জেলে বন্দি৷ তাহলে? নোবেল মঞ্চে নার্গিসের ঐতিহাসিক ভাষণ পাঠ করলেন তাঁর যমজ সন্তান আলি ও কিয়ানি৷ আরও একবার “অত্যাচারী, নারী বিরোধী” মৌলবাদী সরকারের নিন্দা করলেন নার্গিস৷ বিশ্বমঞ্চে মুখ পুড়ল ইরানের৷
বার বার গ্রেপ্তারি, দিনের পর দিন জেলবন্দি রেখে, নির্যাতন করে নার্গিসকে ঠিক যতখানি অসম্মান করছে ইরান সরকার, ঠিক ততখানি কিংবা তারও বেশি সম্মান দেখালো নোবেল কমিটি৷ নরওয়ের ওসলো শহরে নোবলের মঞ্চে ছিল ইরানের হিজাব বিরোধী আন্দোলনের মুখ নার্গিসের পোর্ট্রেট৷ সমাজকর্মীকে কুর্নিশ জানাতে ফাঁকা রাখা হয়েছিল একটি চেয়ার৷ এর পরই সন্তানদের কণ্ঠ মারফৎ গোটে বিশ্বকে নারীর অধিকার নিয়ে বার্তা দিলেন নোবেলজয়ী৷