রায়পুর, ১০ ডিসেম্বর – আসন্ন লোকসভা নির্বাচনের আগে ছত্তিশগড়ের অন্যতম তফশিলি নেতাকেই সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করল বিজেপি৷ বিজেপির ঘোষণা, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হতে চলেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা ছত্তিশগড় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বিষ্ণু দেও সাই৷ সে রাজ্যের সদ্য নির্বাচিত ৫৪ বিজেপি বিধায়কের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকের পরে অবশেষে নাম ঘোষণা করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব৷
ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগীর পরে এই নিয়ে দ্বিতীয়বার তফশিলি সম্প্রদায়ের কোনও নেতা ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হতে চলেছেন৷ লোকসভা নির্বাচনে টানা ৪ বারের জয়ী প্রার্থী বিষ্ণু দেও সাই সে রাজ্যের অত্যন্ত প্রভাবশালী সাহু সম্প্রদায়ের প্রতিনিধি৷ ছত্তিশগড়ের দুর্গ, রায়পুর এবং বিলাসপুর ডিভিশনে যথেষ্ট ভোট ব্যাঙ্ক রয়েছে এই সম্প্রদায়ের৷