• facebook
  • twitter
Friday, 22 November, 2024

সোনিয়ার জন্মদিনে মোদির শুভেচ্ছা বার্তা 

দিল্লি, ৯ ডিসেম্বর – রাজনৈতিক মতাদর্শে পার্থক্য থাকলেও রাজনৈতিক সৌজন্যতার ক্ষেত্রে কোনও ত্রুটি রইল না। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধিকে  জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সকালে প্রাক্তন কংগ্রেস সভানেত্রীকে ৭৮ তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিন ধরেই নানারকম শারীরিক অসুস্থতায় ভুগছেন সোনিয়া গান্ধি। সোনিয়া গান্ধির  সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র

দিল্লি, ৯ ডিসেম্বর – রাজনৈতিক মতাদর্শে পার্থক্য থাকলেও রাজনৈতিক সৌজন্যতার ক্ষেত্রে কোনও ত্রুটি রইল না। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধিকে  জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সকালে প্রাক্তন কংগ্রেস সভানেত্রীকে ৭৮ তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিন ধরেই নানারকম শারীরিক অসুস্থতায় ভুগছেন সোনিয়া গান্ধি। সোনিয়া গান্ধির  সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  টুইটারে লেখেন, “সোনিয়া গান্ধিজিকে তাঁর জন্মদিনে অভিনন্দন জানাই। প্রার্থনা করি, তিনি আরও সুস্থ ও দীর্ঘ জীবন পান।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, বর্ষীয়ান কংগ্রেস নেতা শশী থারুর-সহ দলের প্রবীণ নেতারাও সোনিয়া গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। টুইটারে শশী থারুর উল্লেখ করেছেন, দলের সমস্ত নেতা ও কর্মীদের কাছে সোনিয়া গান্ধীই অনুপ্রেরণা । আবার কংগ্রেসের কঠিন সময়ে সোনিয়া গান্ধি দলকে অসাধারণ দক্ষতায় পরিচালনা করেছিলেন। কেসি বেণুগোপাল লেখেন, তিনি ইউপিএ সরকারের স্থপতি ও দেশের জনকল্যাণমূলক কাজের ক্ষেত্রে বিশেষ তাৎপর্য্যের পরিচয় দিয়েছেন ।