কলকাতা: ‘পরকিয়া’ শব্দটি শুনলে সমাজের বেশিরভাগ মানুষই নাক সিটকোন৷ নিষিদ্ধ শব্দ বলে কথা বলতে অনীহা প্রকাশ করেন৷ তবুও এই ‘পরকীয়া’ নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই৷ অনেকেই বিশ্বাস করেন, পরকীয়া একটি নিকৃষ্টতম পন্থা, আবার অনেকেই পরকীয়ার সমর্থনেও কথা বলেছেন অনেক সময়৷ যেমন বাংলার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্যই এই বিষয়ে একদম অকপটে জানিয়েছেন তাঁর মত৷
সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে অভিনেত্রী অপরাজিতা আঢ্য পরকীয়ার পক্ষেই নিজের মত দিয়েছেন৷ ইদানীং পরকীয়া সম্পর্কের বিষয়টি প্রায়ই আলোচনায় আসছে৷ এটা কেন বা এটাকে কীভাবে আটকানো যায়? এ প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে অপরাজিতা আঢ্য বলেন, ‘পরকীয়া কেন আটকাতে হবে?’
বিষয়টি ব্যাখ্যা করে অপরাজিতা আঢ্য বলেন, ‘পরকীয়া তো সুস্থতার লক্ষণ৷ এটা চিরাচরিত, সারা জীবন ছিল; রামায়ণ-মহাভারতের সময়েও ছিল৷ এটা তো জীবনের স্বাভাবিক ধর্ম৷ যে কারো কাউকে ভালো লাগতে পারে৷ আমি কারো সঙ্গে ঘর করি বলে জীবনে অন্য কাউকে ভালোবাসব না, কোনো ভালো জিনিস দেখব না, এমনটা তো হতে পারে না৷’
‘যার যত অপশন, তার জীবনে তত মানুষ আসতেই পারে৷ এটা কে কীভাবে ব্যালেন্স করবে সেটা সেই মানুষটার ব্যাপার৷ কিন্ত্ত এতে তো কোনো অন্যায় নেই৷’ বলেন অপরাজিতা আঢ্য৷ অভিনেত্রী আরও বলেন, ‘আমি বিয়েতে বিশ্বাসী৷ একটা সুস্থ-সুন্দর বিয়ে মানুষকে সমৃদ্ধ করে৷ একটা সম্পর্কে যদি ভালোবাসা ও সম্মান না থাকে, বিশেষ করে পরস্পরের প্রতি সম্মান না থাকে, তবে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত৷’