দিল্লি, ৬ ডিসেম্বর– বঙ্গে যখন তৃণমূল সরকারকে বিঁধে বিজেপি নেতা-কর্মীরা চোর-চোর বলে স্লোগান তুলছে ঠিক তখনই ভুয়ো জব কার্ডের সংখ্যা নিয়ে শীর্ষে স্থান অধিকার করল বিজেপি শাসিত যোগীর রাজ্য উত্তরপ্রদেশ৷ জানা গিয়েছে, উত্তরপ্রদেশের এক কোটি জব কার্ডই ভুয়ো৷ ভুয়ো জব কার্ডের এই সংখ্যা শুধু দিল্লির বিজেপি হাইকমান্ডকেই লজ্জায় ফেলে দেয়নি, বঙ্গের তৃণমূল সরকারের বিরুদ্ধে ১০০ দিনের কাজে কারচুপির করার অভিযোগ তোলা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও কোণঠাসা করেছে৷
উল্লেখ্য, ১০০ দিনের পাওনায় কেন্দ্রের দ্বিচারিতা তথা পাওনা না মেটানোর দাবিতে তৃণমূলকে রাজধানীতে আন্দোলন করতে হয়েছে৷ আর সেই আন্দোলন নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ কিন্তু উত্তরপ্রদেশের এই তথ্য গোটা ছবিটাই পালছে জানান দিচ্ছে কেন্দ্রের পরিসংখ্যান বলছে ভুয়ো জব কার্ডের হিসাবে সবার চেয়ে এগিয়ে উত্তরপ্রদেশ৷ অনেক পিছিয়ে বাংলা৷
ঘাটালের সাংসদ দেবের করা প্রশ্নের উত্তরেই উঠে এসেছে উত্তরপ্রদেশের এই ছবি৷ কিছুদিন আগেই ভুয়ো জব কার্ড নিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরে প্রশ্নটা করেছিলেন ঘাটালের সাংসদ দেব৷ দেবের প্রশ্ন ছিল, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক কোন রাজ্যে কত জব কার্ড বাতিল করেছে? এবং ভুয়ো জব কার্ড রুখতে কেন্দ্র কি কোনও পদক্ষেপ করেছে? যার লিখিত জবাব দিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি৷ সেই তথ্যেই কেন্দ্র স্বীকার করে নিয়েছে ভুয়ো জব কার্ডের নিরিখে সবার উপরে উত্তরপ্রদেশ৷ বাংলা অনেক পিছিয়ে৷
কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, গত দুই অর্থবর্ষে গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি ভুয়ো জব কার্ড বাতিল হয়েছে উত্তরপ্রদেশেই৷ ২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থবর্ষে উত্তরপ্রদেশে তিন লক্ষ ৬৪ হাজার ৪০১টি জব কার্ড বাতিল হয়েছে৷ দু নম্বরে ওড়িশা৷ সেরাজ্যে এই দু বছরে বাতিল হয়েছে এক লক্ষ ৬৫ হাজার ১৫০টি জব কার্ড৷ মধ্যপ্রদেশ এবং বিহারেও লক্ষাধিক ভুয়ো জব কার্ড বাতিল হয়েছে৷ সেখানে বাংলায় ভুয়ো জব কার্ড বাতিল হয়েছে মাত্র ৫ হাজার ৬৫১টি৷
এই তথ্য হাতে পেয়েই বিজেপিকে আক্রমণের সুযোগ ছাড়েনি বঙ্গের তৃরমূল সরকার৷ রাজ্যের বিরোধী নেতাদের প্রবল আক্রমণ করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘বঙ্গ সরকারকের বিরুদ্ধে বিজেপির দ্বিচারিতা এবার বন্ধ হোক৷ ভুয়ো জব কার্ড নিয়ে বিজেপি যে কুৎসা রটাচ্ছিল তার উত্তর হল উত্তরপ্রদেশের এই তথ্য৷’