• facebook
  • twitter
Friday, 22 November, 2024

অপারেশন লোটাসের আগাম সতর্কতায় বেঙ্গালুরুতে ৪ রিসর্ট বুক কংগ্রেসের

বেঙ্গালুরু, ২ ডিসেম্বর–আজ রবিবারই চার রাজ্যের ভাগ্য ঠিক হয়ে যাবে৷ রবিবার দুপুরে মধ্যেই রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং তেলেঙ্গানার ভোটে কোন দল হাসবে আর কোন দল কপাল চাপড়াবে তা ঠিক করে দেবে মানুষের জনমত৷ কিন্তু সরকার কারা গড়বে স্পষ্ট হয়ে গেলেই যে বিজেপির খেলা শুরু হয়ে যাবে তা নিয়ে থরহরিকম্প অন্যান্য দলগুলি৷ কারণ ভোট রেজাল্ট বেরোতেই বিজেপি

বেঙ্গালুরু, ২ ডিসেম্বর–আজ রবিবারই চার রাজ্যের ভাগ্য ঠিক হয়ে যাবে৷ রবিবার দুপুরে মধ্যেই রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং তেলেঙ্গানার ভোটে কোন দল হাসবে আর কোন দল কপাল চাপড়াবে তা ঠিক করে দেবে মানুষের জনমত৷
কিন্তু সরকার কারা গড়বে স্পষ্ট হয়ে গেলেই যে বিজেপির খেলা শুরু হয়ে যাবে তা নিয়ে থরহরিকম্প অন্যান্য দলগুলি৷ কারণ ভোট রেজাল্ট বেরোতেই বিজেপি নেমে পড়বে তার পুরোনো পদ্ধতি অপারেশন লোটাস নিয়ে দল ভাঙানোর খেলায়৷ তাই আর কোনও ঝক্কি নিতে রাজি নয় কংগ্রেস৷ বিজেপি অপরারশন লোটাস করবে ধরে নিয়েই বেঙ্গালুরুতে চারটি বড় রিসর্ট বুক করেছে কংগ্রেস৷ বিগত কয়েক বছরের মতো এবারও একাজে দলের কাণ্ডারি ডি কে শিবকুমার৷ রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি শিবকুমার একজন ধনী ব্যবসায়ীও৷ দলের বিধায়কদের কয়েকদিন রিসর্টে রাখা তাঁর জন্য জলভাত৷
ভোটের পর বুথ ফেরত সমীক্ষায় দেখা গিয়েছে, তেলেঙ্গানায় কংগ্রেসের ক্ষমতায় ফেরার ইঙ্গিত সবচেয়ে প্রবল৷ দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস শাসিত ছত্তিশগড়৷ সেখানে কংগ্রেস ক্ষমতা ধরে রাখবে বলেই বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষার ফলে বলা হয়েছে ৷
অন্যদিকে, অধিকাংশ সমীক্ষার ফলে মধ্যপ্রদেশ ও রাজস্থানে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে৷ যদিও তেলেঙ্গানা বাদে বাকি তিন রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাসই মিলেছে এক্সিট পোলে৷ অর্থাৎ ভোট গণনার ফল কী দাঁড়াবে তা স্পষ্ট নয়৷
মধ্যপ্রদেশে কংগ্রেসের মুখ কমলনাথ বুথ ফেরত সমীক্ষার ফল উডি়য়ে দিয়ে অভিযোগ করেছেন, বিজেপির কথায় ফল সাজানো হয়েছে কংগ্রেস কর্মীদের ভয় দেখাতে৷ তিনি কর্মী সমর্থকদের গণনাকেন্দ্রে মাটি কামডে় পডে় থাকার নিদান দিয়েছেন৷
হাত শিবিরের খবর, বুথ ফেরত সমীক্ষার ফল জানার পর বিজেপির কেন্দ্র ও রাজ্য নেতৃত্বের তৎপরতায় কংগ্রেস শঙ্কিত৷ অতীতে কর্নাটক ও মধ্যপ্রদেশে কংগ্রেসকে ভাঙিয়ে ক্ষমতা দখল করে বিজেপি৷ এবার লোকসভা ভোটের অঙ্ক মাথায় রেখে শুরুতেই সরকার গড়তে ঝাঁপাবে পদ্ম শিবির৷
এমনকী, কর্নাটকের কংগ্রেস সরকার কয়েক কোটি টাকা খরচ করে চার রাজ্যের সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দেয়৷ প্রচার করে, হাত প্রতীকের পার্টির সরকার মাত্র ছয় মাসে কী পরিমাণ জনকল্যাণমূলক কাজ করেছে৷ এজন্য নির্বাচন কমিশনের রোষে পডে়ছে সরকার৷ এবার দলের নব নির্বাচিত বিধায়কদের পদ্মের থাবা থেকে রক্ষা করতেও সমান তৎপর মুখ্যমন্ত্রী সিদ্দারমাইয়া, উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমাররা৷
ফল ঘোষণা পরবর্তী পরিস্থিতি নিয়ে শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চার রাজ্যের দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন৷
কংগ্রেস শিবিরের খবর, দল চার রাজ্যের কোথাও ঝুঁকি নিচ্ছে না৷ বিধায়কদের নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে জয়ের সার্টিফিকেট পরে নেওয়া হবে, এমন ভাবনাও আছে দলে৷
কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের আশঙ্কা, তেলেঙ্গানাতে পর্যন্ত বিজেপি হাত শিবিরের বিধায়ক ভাঙিয়ে বিআরএস-কে সরকার গড়ার সুযোগ করে দিতে পারে৷ বিনিময়ে লোকসভা ভোটের পর বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সমস্যা হলে কে চন্দ্রশেখর রাওয়ের দল পাশে থাকবে, দুই দলে এমন বোঝাপড়া হয়েছে৷
ভোটের প্রচারে কংগ্রেস বারে বারে অভিযোগ করে বিজেপি তেলেঙ্গানায় ভোট কাটুয়া দল হিসাবে অবতীর্ণ হয়েছে৷ পদ্ম শিবিরের আসল উদ্দেশ্য কংগ্রেসের যাত্রাভঙ্গ করে বিআরএসকে ক্ষমতায় রেখে দেওয়া৷
এদিকে, কর্নাটক কংগ্রেস এবার চার রাজ্যের ভোটেই বড় ভূমিকা নিয়েছে৷ হাজার হাজার কর্মী চার রাজ্যে ক্যাম্প করে দলকে নানাভাবে সাহায্য করে৷ তারা সবচেয়ে বেশি সংখ্যায় হাজির হয়েছিল পড়শি তেলেঙ্গানায়৷