• facebook
  • twitter
Friday, 22 November, 2024

উপাচার্য নিয়োগ খসড়া তালিকা এক সপ্তাহে জমার নির্দেশ সুপ্রিমের

দিল্লি, ১ ডিসেম্বর– উপাচার্য নিয়োগ মামলায় এবার সময়সীমা বেধে দিল সুপ্রিম কোর্ট৷ বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগের ক্ষেত্রে প্রস্তাবিত নামের চূড়ান্ত খসড়া তালিকা এক সপ্তাহের মধ্যে শীর্ষ আদালতে জমা দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে৷ শুক্রবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি দীপঙ্কর দত্তর বেঞ্চ৷ প্রস্তাবিত নামের চূড়ান্ত খসড়া তালিকা তৈরির জন্য সব পক্ষের

দিল্লি, ১ ডিসেম্বর– উপাচার্য নিয়োগ মামলায় এবার সময়সীমা বেধে দিল সুপ্রিম কোর্ট৷ বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগের ক্ষেত্রে প্রস্তাবিত নামের চূড়ান্ত খসড়া তালিকা এক সপ্তাহের মধ্যে শীর্ষ আদালতে জমা দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে৷ শুক্রবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি দীপঙ্কর দত্তর বেঞ্চ৷ প্রস্তাবিত নামের চূড়ান্ত খসড়া তালিকা তৈরির জন্য সব পক্ষের আইনজীবীদের একসঙ্গে বৈঠকে বসার জন্য়ও নির্দেশ দেওয়া হয়েছে৷ এই বৈঠকের জন্য অ্যাটর্নি জেনারেলকে উদ্যোগ নেওয়ার জন্যও বলেছে শীর্ষ আদালত৷
প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ ঘিরে দীর্ঘদিন ধরে জটিলতা তৈরি হয়ে রয়েছে৷ বর্তমানে বিভিন্ন রাজ্য বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত উপাচার্যরা দায়িত্ব সামলাচ্ছেন, কিন্ত্ত কোনও স্থায়ী উপাচার্য নেই৷ ফলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কাজকর্মেও অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে বলে অভিযোগ উঠে আসছে৷ এসবের মধ্যেই সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগ সংক্রান্ত জটিলতা৷ এর আগের শুনানিতেও সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি দীপঙ্কর দত্তর বেঞ্চ সব পক্ষকে একসঙ্গে বসে আলোচনার নির্দেশ দিয়েছিল৷  কিন্ত্ত সেই সময় রাজ্যপালের তরফে কোনও আইনজীবী হাজির না থাকায় সেই বৈঠক হয়নি৷ শুক্রবার যখন মামলাটি শুনানির জন্য ওঠে তখন আদালতে উপস্থিত ছিলেন রাজ্যপালের আইনজীবী৷