• facebook
  • twitter
Friday, 22 November, 2024

গ্রেফতার হবেন ভেবেই কেজরির পদত্যাগ নাকি জেল থেকে কাজ!  জনতার মত জানতে পথে আপ

দিল্লি, ১ ডিসেম্বর– আম আদমি পার্টি ধরেই নিয়েছে যেকোন মুহুতে গ্রেফতার হতে পারেন দলের সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজিওয়াল৷ তাই আগেই তৈরি হয়ে পথে নেমে পড়েছে দল৷ কেজরিওয়ালকে গ্রেফতার করা হলে সরকার চালাবেন কে? আপ সুপ্রিমোর কি পদত্যাগ করা উচিত নাকি জেল থেকেই সরকার চালাবেন? এমন প্রশ্ন নিয়ে শুক্রবার থেকে দিল্লির ২৬০০ বুথে সই সংগ্রহ

দিল্লি, ১ ডিসেম্বর– আম আদমি পার্টি ধরেই নিয়েছে যেকোন মুহুতে গ্রেফতার হতে পারেন দলের সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজিওয়াল৷ তাই আগেই তৈরি হয়ে পথে নেমে পড়েছে দল৷ কেজরিওয়ালকে গ্রেফতার করা হলে সরকার চালাবেন কে? আপ সুপ্রিমোর কি পদত্যাগ করা উচিত নাকি জেল থেকেই সরকার চালাবেন? এমন প্রশ্ন নিয়ে শুক্রবার থেকে দিল্লির ২৬০০ বুথে সই সংগ্রহ অভিযান নামছে আম আদমি পার্টি৷ দলের কর্মীরা প্রতিটি বুথে শিবির খুলে বসেছেন শুক্রবার৷
এই বিশেষ সই সংগ্রহ অভিযানের জন্য কর্মীরা ‘ম্যায় হুঁ কেজরিওয়াল’ লেখা গেঞ্জি পরবেন৷ শুক্রবার থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত বুথে বুথে সই সংগ্রহের পর ২১ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত হবে পাড়া সভা৷ রাজধানীর মদ কাণ্ডে নাম জডি়য়েছে দিল্লির মুখ্যমন্ত্রীর৷ উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ছিলেন আবগারি দফতরের ভারপ্রাপ্ত৷ গত বছর সিবিআই তাঁকে গ্রেফতার করে৷ দু’মাস আগে একই মামলায় ইডি গ্রেফতার করে আপ সাংসদ সঞ্জয় সিংকে৷ গত মাসে ইডি দ্বিতীয়বার তলব করে কেজরিওয়ালকে৷ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের প্রচারে ব্যস্ততার কথা বলে ইডির কাছে যাননি দিল্লির মুখ্যমন্ত্রী৷ সেই সঙ্গে কেজরিওয়াল ও তাঁর পার্টি লাগাতার প্রচার করে চলেছে, বিজেপির ষড়যন্ত্রের শিকার দিল্লির মুখ্যমন্ত্রী৷ ইডি-সিবিআই তাঁকে গ্রেফতার করতে চায়৷ এই ইসু্যতে আপ সম্ভাব্য গ্রেফতারের আগেই লোকসভা ভোটের অঙ্কে হাওয়া গরম করতে নেমে পডে়ছে৷
মদ কাণ্ডে দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেফতার হলে বিরোধীরা দুর্নীতিবাজদের জোট গডে়ছে বলে মোদির প্রচার শক্তিশালী হবে৷ সেই প্রচারের মোকাবিলায় ইডি-সিবিআইয়ের অপব্যবহারের অভিযোগকে জোরদার করতে চাইছে আপ৷
চারদিন ধরে দল দিল্লি জুড়ে মদ কাণ্ড কী, কীভাবে ইডি, সিবিআই বিজেপির ইশারায় আপ নেতাদের ফাঁসিয়েছে, সেই প্রচার করবে৷ যদিও আপের বক্তব্য নিয়ে নানা মহল থেকে প্রশ্ন উঠেছে৷