জেলই যখন হোটেল! বন্দিদের জন্য আইসক্রিম, ফুচকা, রূপচর্চার ব্যবস্থাও
মুম্বই, ১ ডিসেম্বর– কোন অন্যায় বা অপরাধের সাজা হিসেবে জেলে রাখা হয় অপরাধীকে৷ যাতে তাদের কৃতকর্মের বোধটা জন্মায়৷ বাইরের জগৎ থেকে আলাদা রাখা, পরিজনদের থেকে আলাদা রেখে, নানান বাহ্যিক সুখ থেকে দূরে রেখে তাকে শাস্তি দেওয়া হয়৷ কিন্তু সেই জেলেই শাস্তির বদলে মেলে নানা সুস্বাদু খাবার৷ রূপচর্চার ব্যবস্থা তাহলে আর অন্যায় বোধ কি জাগবে? কিন্তু