• facebook
  • twitter
Friday, 22 November, 2024

নুসরতাকে ‘শিক্ষিত’ই মনে করলেন না

কলকাতা: আর মাত্র কয়েকমাস পরেই ভারতের লোকসভা নির্বাচন৷ তার আগেই বেশ বেগতিক অবস্থা অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসতরত জাহান৷ কারণটা হল তার নির্বাচনি এলাকার মানুষজন তাঁকে শিক্ষিতই মনে করছেন না৷ এমনটাই বলছে সেখানে পড়া বেশ কিছু পোস্টার৷ নুসরত জাহানের নির্বাচনী এলাকা বসিরহাট পোস্টারে ভরে গিয়েছে৷ সেখানে সাফ বলা হয়েছে, বহিরাগত বা তারকা নয়, প্রার্থী হিসেবে

নুসরত (Image: Facebook/@nusratchirps)

কলকাতা: আর মাত্র কয়েকমাস পরেই ভারতের লোকসভা নির্বাচন৷ তার আগেই বেশ বেগতিক অবস্থা অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসতরত জাহান৷ কারণটা হল তার নির্বাচনি এলাকার মানুষজন তাঁকে শিক্ষিতই মনে করছেন না৷ এমনটাই বলছে সেখানে পড়া বেশ কিছু পোস্টার৷ নুসরত জাহানের নির্বাচনী এলাকা বসিরহাট পোস্টারে ভরে গিয়েছে৷ সেখানে সাফ বলা হয়েছে, বহিরাগত বা তারকা নয়, প্রার্থী হিসেবে চাই শিক্ষিত কাউকেই৷
বসিরহাটের মিনাখাঁ বিধানসভার অন্তর্গত হাড়োয়া ব্লকের কুলটি গ্রাম পঞ্চায়েতের কুলটি-সহ বিভিন্ন এলাকায় লাগানো হয়েছে নুসরাত জাহান বিরোধী পোস্টার৷ পোস্টারে লেখা, ‘লোকসভার প্রার্থী হিসেবে বহিরাগত কাউকে চাই না৷’ কোনো পোস্টারে লেখা, ‘অভিনেত্রী বা অভিনেতা নয়, সৎ ও শিক্ষিত মানুষ চাই৷’ নিচে লেখা তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ, বসিরহাট লোকসভা কেন্দ্র৷
লোকসভা ভোটের আগে এ পোস্টার নিয়ে রীতিমতো অস্বস্তিতে তৃণমূল৷  এদিকে নাম না থাকলেও কারও বুঝতে বাকি নেই যে সেই পোস্টার নুসরত জাহানের বিরুদ্ধে৷ তৃণমূলের সাংসদকেই এই দলের একাংশ চান না!
২০১৯ সালের লোকসভা নির্বাচনে ভোটে জিতে কাজের কাজ অভিনেত্রী কিছুই করেননি বলে দাবি তাদের৷ এমনকি কোনও প্রয়োজনেও তাকে পাওয়া যায় না বলেই মত তাদের৷ তাই তারা এমন কাউকে চান যাকে ডাকলেই আপওয়া যাবে৷ যদিও এই বিষয়ে এখনও কিছুই জানাননি নুসরত জাহান৷