• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

কেকেআরকে চ্যাম্পিয়ন করা গৌতম গম্ভীর এবার মেন্টরের ভূমিকায়!

ভারত:- ২০২৪ সালের আগে আইপিএলে গৌতম গম্ভীরকে শিবিরে ফিরিয়ে বড় চমক দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কোচ হিসাবে চন্দ্রকান্ত পণ্ডিত থাকলেও এবার নাইট দলের নিয়ন্ত্রণ অনেকটাই গম্ভীরের হাতে থাকতে পারে বলেই মনে করা হচ্ছে। অধিনায়ক হিসাবে কেকেআরকে দুইবার চ্যাম্পিয়ন করা গৌতম গম্ভীর এবার মেন্টরের ভূমিকায়। সূত্রের খবর, আসন্ন দল গঠনের ক্ষেত্রে গম্ভীরের ক্রিকেটীয় মস্তিস্ককে পুরোমাত্রায় কাজে

ভারত:- ২০২৪ সালের আগে আইপিএলে গৌতম গম্ভীরকে শিবিরে ফিরিয়ে বড় চমক দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কোচ হিসাবে চন্দ্রকান্ত পণ্ডিত থাকলেও এবার নাইট দলের নিয়ন্ত্রণ অনেকটাই গম্ভীরের হাতে থাকতে পারে বলেই মনে করা হচ্ছে। অধিনায়ক হিসাবে কেকেআরকে দুইবার চ্যাম্পিয়ন করা গৌতম গম্ভীর এবার মেন্টরের ভূমিকায়। সূত্রের খবর, আসন্ন দল গঠনের ক্ষেত্রে গম্ভীরের ক্রিকেটীয় মস্তিস্ককে পুরোমাত্রায় কাজে লাগাতে চাইছে কেকেআর শিবির। আসন্ন আইপিএলের আগেই দলের ওপেনিং স্লটকে শক্তিশালী করতে চাইছে কেকেআর শিবির। আগের  বার ওপেনিং নিয়ে নানা পরীক্ষা-নীরীক্ষা করেছে নাইট শিবির। এবার ভারতীয় এক ওপেনারের দিকে নজর পড়েছে গৌতম গম্ভীরের। সূত্রের খবর, জানা গিয়েছে, মায়াঙ্ক আগরওয়ালকে ট্রেডিংয়ের মাধ্যমে দলে নিতে পারে কেকেআর শিবির। পাঞ্জাব দলের ওপেনার হিসেবে যথেষ্ট সফল ছিলেন, ভারতীয় দলে খেলা এই ক্রিকেটার। ২০২৩ সালের আইপিএলে অবশ্য খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদে। ১৯ ডিসেম্বর আইপিএলের নিলাম। তার আগে ১২ ডিসেম্বর অবধি আইপিএলের ফ্র্যাঞ্চাইজি গুলোর কাছে সুযোগ থাকছে ট্রেডের মারফতে কোনও ক্রিকেটারকে দলে নেওয়া। জানা গিয়েছে, বর্তমানে সানরাইজার্স হায়দরাবাদে দলে থাকছেন মায়াঙ্ক আগরওয়াল। তাঁকে রিটেইন করে রেখেছে নিজামের শহরের দল। সূত্রের খবর, শোনা গিয়েছে ৮.২৫ কোটি টাকায় কেকেআর নিতে চলেছেন মায়াঙ্ককে। জানা গিয়েছে, কেকেআরের হাতে রয়েছে ৩২.৭ কোটি টাকা। তালিকায় চতুর্থ স্থানে আছে সিএসকে। তাদের হাতে আছে ৩১.৪ কোটি টাকা। মনে করা হচ্ছে, এই দুই দলের কাছে ভালো ক্রিকেটার নেওয়ার সুযোগ আছে।