• facebook
  • twitter
Friday, 22 November, 2024

১৪০ কোটি ভারতীয়ের মঙ্গল কামনায় তিরুপতিতে মোদি

হায়দরাবাদ, ২৭ নভেম্বর–  যেকোন গুরুত্বপূর্ণ ইসু্যর আগেই মন্দির দর্শন করা তাঁর স্বভাব৷ গত সাডে় নয় বছরে কেন্দ্রে থাকাকালীন নরেন্দ্র মোদি বহু মন্দির দর্শন করেছেন৷ সরকারি কিংবা দলীয়, প্রধানমন্ত্রীর যে কোনও কর্মসূচিতে মন্দির দর্শন, পূজাপাঠ পর্ব থাকেই৷ সোমবার সকালেও তাঁর অন্যথা হল না৷ এদিন প্রধানমন্ত্রী গেলেন তিরুপতি মন্দিরে৷ তেলেঙ্গানায় ভোট ৩০ নভেম্বর, তার তিনদিন আগে প্রধানমন্ত্রীর

হায়দরাবাদ, ২৭ নভেম্বর–  যেকোন গুরুত্বপূর্ণ ইসু্যর আগেই মন্দির দর্শন করা তাঁর স্বভাব৷ গত সাডে় নয় বছরে কেন্দ্রে থাকাকালীন নরেন্দ্র মোদি বহু মন্দির দর্শন করেছেন৷ সরকারি কিংবা দলীয়, প্রধানমন্ত্রীর যে কোনও কর্মসূচিতে মন্দির দর্শন, পূজাপাঠ পর্ব থাকেই৷ সোমবার সকালেও তাঁর অন্যথা হল না৷ এদিন প্রধানমন্ত্রী গেলেন তিরুপতি মন্দিরে৷ তেলেঙ্গানায় ভোট ৩০ নভেম্বর, তার তিনদিন আগে প্রধানমন্ত্রীর তিরুপতি দর্শন ভোটেরই অঙ্গ বলে মনে করছে রাজনৈতিকমহল৷ বিরোধীরা অবশ্য প্রধানমন্ত্রীর এই মন্দির দর্শনকে ভোটে বিজেপিকে এগিয়ে দেওয়ার শেষ চেষ্টা হিসাবেও ব্যাখ্যা করছে৷
প্রধানমন্ত্রী সোমবার সকালে তিরুপতি পৌঁছে এক্স হ্যান্ডেলে লিখেছেন, তিরুমালায় ভেঙ্কটেশ্বরের কাছে ১৪০ কোটি ভারতীয়র মঙ্গল কামনা করলাম৷
বিরোধীদের ব্যাখ্যা, দক্ষিণ ভারতে জনপ্রিয় হিন্দু দেবালয়গুলির মধ্যে অন্যতম হল তিরুপতি৷ অখণ্ড অন্ধ্রপ্রদেশ ভাগ হওয়ার পর সেটি নয়া অন্ধ্রপ্রদেশ রাজ্যের ভাগে পডে়ছে৷ তবে গোটা দক্ষিণ ভারতেই এই মন্দিরকে কেন্দ্র করে তিরুপতি আধ্যাত্মিক রাজধানী হিসাবে পরিচিত৷ সেই তিরুপতি গিয়ে প্রধানমন্ত্রী মানুষের আধ্যাত্মিক মনোভাবকে জয় করার চেষ্টা করছে৷
তিরুপতির পাহাডে়র তিরুমালাতে অবস্থিত ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরটি ভেঙ্কটেশ্বর অর্থাৎ বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে৷ বিশ্বাস করা হয় সমস্যাসঙ্কুল কলিযুগে মানবজাতিকে রক্ষা করতে তিনি পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন৷ এটি তিরুপতি বালাজি মন্দির নামেও পরিচিত৷
মোদি রবিবার তেলেঙ্গানার প্রচার শেষে দিল্লি ফেরেননি৷ রবিবার তিনি তিনটি জনসভায় ভাষণ দেন৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’ও তিনটি জনসভায় হাজির ছিলেন৷ ময়দানে ছিলেন রাহুল গান্ধী, বোন প্রিয়ঙ্কা এবং তেলেঙ্গানার শাসক দল ভারত রাষ্ট্র সমিতির প্রধান তথা মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও৷ তেলেঙ্গানায় ভোট নেওয়া হবে ৩০ নভেম্বর৷