দিল্লি, ২৭ নভেম্বর – আগামী ৪ ডিসেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। চলবে ২২ নভেম্বর পর্যন্ত। সোমবার আনুষ্ঠানিকভাবে সংসদের সচিবালয় থেকে অধিবেশনের কথা জানানো হয়। অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপনের সম্ভাবনা রয়েছে। শীতকালীন অধিবেশন শুরুর আগে আগামী ২ ডিসেম্বর সকাল ১১টায় সর্বদলীয় বৈঠক ডেকেছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী। সেই বৈঠকে গুরুত্বপূর্ণ বিল পেশ নিয়ে সরকার ও বিরোধী দলগুলির মধ্যে আলোচনা হতে পারে বলে মিলেছে ইঙ্গিত।
প্রসঙ্গত, গত বর্ষাকালীন অধিবেশন মণিপুর ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে সংসদের দুই কক্ষ। বহু বিল আলোচনা ছাড়াই পাশ হয় । একাধিক ইস্যুতে এবারও সংসদে সরকারকে চাপে ফেলতে পারে বিরোধীরা। প্রস্তুতি নিচ্ছে সরকার পক্ষও। উন্নয়নকে হাতিয়ার করে এগোতে চাইছে সরকার পক্ষ।