তেল আবিব, ২৪ নভেম্বর– বুধবার সকালে ইজরায়েলের ক্যাবিনেটে ভোটাভুটির মাধ্যমে ঠিক হয় ৫০ জন পণবন্দিকে মুক্তি দেওয়ার হামাসের প্রস্তাব মেনে চার দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হবে৷ তার পরেই জানানো হয়, শুক্রবার ভারতীয় সময় সকাল সাড়ে দশটা থেকে শুরু হবে যুদ্ধবিরতি৷ ওইদিনই সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ১৩ জন পণবন্দিকে মুক্তি দেবে হামাস৷ একই পরিবারের সদস্য শিশু ও মহিলাদের ছেড়ে দেওয়া হবে বলে মধ্যস্থতাকারী কাতারের বিদেশমন্ত্রক সূত্রে খবর৷ চারদিনেই মুক্তি দেওয়া হবে ৫০ পণবন্দিকে৷
এটাই ইজরায়েল-হামাস সংঘর্ষে প্রথমবার যুদ্ধবিরতি৷ কিন্ত্ত সেই প্রথম যুদ্ধবিরতির ১৫ মিনিটের মধ্যেই ফের গাজায় শোনা গেল সাইরেনের আওয়াজ৷ সংঘর্ষবিরতি শুরুর পরেই পালটা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী৷ গ্যালান্ট সাফ বলেন, হামাসের সঙ্গে এই সাময়িক যুদ্ধবিরতি কেটে যাক, তার পর ফের শুরু হবে ইজরায়েলের অভিযান৷ অন্তত আরও দুমাস অভিযান চালাবে ইজরায়েলের সেনা৷ জানা গিয়েছে, এই চারদিনের মধ্যেই হামাসের দখল থেকে মুক্তি দেওয়া হবে ইজরায়েলি পণবন্দিদের৷
এই ৫০ পণবন্দি ছাড়াও ইজরায়েলের জেলে বন্দি থাকা প্যালেস্টাইনিদেরও ছেড়ে দেওয়া হবে৷ যদিও কাদের মুক্তি দেবে ইজরায়েল, তার বিস্তারিত বিবরণ জানা যায়নি৷
শুক্রবার যুদ্ধবিরতি শুরুর পরেই গাজা সংলগ্ন দুটি ইজরায়েলি গ্রামে বাসিন্দাদের সতর্ক করে প্রশাসন৷ দুই গ্রামে রকেট হামলার পরিকল্পনা করছে হামাস, সেরকমই আশঙ্কা ইজরায়েলের৷ তবে শুধু গ্রামে হামলার ছকই নয় সংঘর্ষবিরতির আগে হাসপাতাল লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজরায়েল, পালটা এমন অভিযোগ এনেছে হামাস৷
এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে ইজরায়েলি সেনা আবার সংঘর্ষের জন্য নিজেদের তৈরি করে নেবে, মত গ্যালান্টের৷