• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

আইপিএল থেকে সরে দাঁড়ালেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার।

ভারত:- আইপিএলের আগামী সংস্করণ থেকে সরে দাঁড়ালেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার। দেশের হয়ে খেলাকে প্রাধান্য দিতেই এই সিদ্ধান্ত। সূত্রের খবর, ইংল্যান্ডের এই ক্রিকেটারকে ১৬.২৫ কোটি টাকা দিয়ে কিনেছিল চেন্নাই সুপার কিংস। যদিও ফিটনেসজনিত কারণে তিনি মাত্র ২টি ম্যাচের বেশি খেলতে পারেননি। সাকুল্যে ১৫ রান করেন। ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস বিশ্বকাপে খেলার জন্য একদিনের আন্তর্জাতিক

ভারত:- আইপিএলের আগামী সংস্করণ থেকে সরে দাঁড়ালেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার। দেশের হয়ে খেলাকে প্রাধান্য দিতেই এই সিদ্ধান্ত। সূত্রের খবর, ইংল্যান্ডের এই ক্রিকেটারকে ১৬.২৫ কোটি টাকা দিয়ে কিনেছিল চেন্নাই সুপার কিংস। যদিও ফিটনেসজনিত কারণে তিনি মাত্র ২টি ম্যাচের বেশি খেলতে পারেননি। সাকুল্যে ১৫ রান করেন। ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস বিশ্বকাপে খেলার জন্য একদিনের আন্তর্জাতিক থেকে অবসর ভেঙে ফিরেছিলেন। বিশ্বকাপে তিনি ব্যাটার হিসেবেই খেলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫, শ্রীলঙ্কা ম্য়াচে ৪৩, ভারতের বিরুদ্ধে ০ রানে আউট হওয়ার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬৪, নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১০৮ ও পাকিস্তান ম্যাচে ৮৪ রান করেন। জানা গিয়েছে, আইপিএলের আগে ভারতে পাঁচ টেস্টের সিরিজ রয়েছে। স্টোকস নেতৃত্ব দেবেন। আইপিএলের পর জুনেই টি ২০ বিশ্বকাপ। এই পরিস্থিতিতে স্টোকস ওয়ার্কলোড ও ফিটনেস ম্যানেজমেন্টের পরিকল্পনার অঙ্গ হিসেবে আইপিএল না খেলার সিদ্ধান্ত নিলেন। তাঁর এই সিদ্ধান্তকে সমর্থন করার বার্তাও দিয়েছে চেন্নাই সুপার সুপার কিংস কর্তৃপক্ষ। সূত্রের খবর, কয়েক দিন ধরেই জল্পনা চলছিল বেন স্টোকসকে এবারের আইপিএল নিলামের আগে ছেড়ে দিতে পারে সিএসকে। কিন্তু দলের ওয়েবসাইটে আজ যেভাবে স্টোকসের এবারের আইপিএল থেকে সরে দাঁড়ানোর খবরটি দেওয়া হয়েছে, তাতে ইঙ্গিত ইংল্যান্ডের তারকা অলরাউন্ডারকে ছেড়ে দেওয়া হচ্ছে না। এবার স্টোকস নিজেই সরে দাঁড়িয়েছেন।  হাঁটুর চোট ভোগাতে থাকায় স্টোকস এবারের আইপিএলে ২টির বেশি ম্যাচ খেলতে পারেননি। এই বছর নিউজিল্যান্ড সফরে গিয়ে হাঁটুর চোট বেড়ে যায় ইংল্যান্ড অধিনায়ক স্টোকসের। তিনি পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত তাঁকে দিয়ে বল করানো হবে না বলে জানান সিএসকে হেড কোচ স্টিফেন ফ্লেমিং। সূত্রের খবর, জানা গিয়েছে, ভারতে টেস্ট সিরিজ শুরু ২৫ জানুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত চলবে।  তবে স্টোকসকে না ছাড়লেও দক্ষিণ আফ্রিকার স্পিডস্টার সিসান্ডা মাগালা, নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসন থেকে শুরু করে সিমরজিৎ সিং, শেখ রশিদের মতো ক্রিকেটারদের ছেড়ে দিতে পারে সিএসকে।