• facebook
  • twitter
Friday, 22 November, 2024

৭ ডিসেম্বর বিধুরিকে তলব প্রিভিলেজ কমিটির 

দিল্লি, ২৩ নভেম্বর – অভিযোগ জমা পড়েছে আড়াই মাস আগে। এতদিন পর সংসদে প্রিভিলেজ কমিটিতে ডাক পড়ল বিতর্কিত বিজেপি সাংসদ রমেশ বিধুরির। আগামী ৭ ডিসেম্বর সাংসদ রমেশ বিধুরিকে তলব করা হয়েছে। ওই একই দিনে ডাকা হয়েছে অভিযোগকারী বিএসপি সাংসদ দানিশ আলিকে ডাকা হয়েছে মৌখিক সাক্ষ্য দেওয়ার জন্য। গত সেপ্টেম্বরে সংসদের অধিবেশন চলাকালীন লোকসভায় অশালীন মন্তব্য করে

দিল্লি, ২৩ নভেম্বর – অভিযোগ জমা পড়েছে আড়াই মাস আগে। এতদিন পর সংসদে প্রিভিলেজ কমিটিতে ডাক পড়ল বিতর্কিত বিজেপি সাংসদ রমেশ বিধুরির। আগামী ৭ ডিসেম্বর সাংসদ রমেশ বিধুরিকে তলব করা হয়েছে। ওই একই দিনে ডাকা হয়েছে অভিযোগকারী বিএসপি সাংসদ দানিশ আলিকে ডাকা হয়েছে মৌখিক সাক্ষ্য দেওয়ার জন্য।

গত সেপ্টেম্বরে সংসদের অধিবেশন চলাকালীন লোকসভায় অশালীন মন্তব্য করে বিতর্কে জড়ান দিল্লির সাংসদ রমেশ বিধুরি। অভিযোগ, চন্দ্রযান নিয়ে আলোচনার সময়ে বিএসপি সাংসদ দানিশের উদ্দেশে সাম্প্রদায়িক মন্তব্য করেন তিনি। তাঁকে থামতে বলা হলেও তিনি থামেননি। দানিশের উদ্দেশে একাধিক অসংসদীয় শব্দ প্রয়োগ করেন ওই বিজেপি সাংসদ। যার জেরে বিধুরির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন দানিশ। অভিযোগ জমা পড়ে ২৩ সেপ্টেম্বর। তার প্রেক্ষিতে প্রিভিলেজ কমিটি দানিশ ও বিধুরিকে প্রথম তলব করে ১০ অক্টোবর। অর্থাৎ, অভিযোগ জমা পড়ার প্রায় দু’সপ্তাহ পরে। কিন্তু সেদিনও অভিযুক্ত বিজেপি সাংসদ যাননি। পাঁচ রাজ্যের ভোটে প্রচারের কাজে ব্যস্ততার কারণ দেখিয়ে হাজির হননি তিনি । তার পর দীর্ঘ দেড় মাস এ নিয়ে আর কোনও পদক্ষেপ করেনি সংসদের প্রিভিলেজ কমিটি।