• facebook
  • twitter
Friday, 22 November, 2024

সেনা নিয়োগে হুড়োহুডি়, কঙ্গোয় পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষে ৩১, জখম শতাধিক

কঙ্গো, ২২ নভেম্বর– আফ্রিকায় বেকারির অবস্থা কতটা শোচনীয় তা এ থেকেই বোঝা যায় যে সেনায় চাকরি পেতে এসে পদপিষ্ট হয়ে মৃতু্য হল ৩১ চাকরিপ্রার্থীর৷ বিশ্বব্যাঙ্কের পরিসংখ্যান অনুযায়ী, গৃহযুদ্ধে দীর্ণ কঙ্গোয় বেকারত্বের হার ৪২ শতাংশ৷ এর ফলেই সেনায় নিয়োগ প্রক্রিয়ার শেষ দিনে উপচে পডে়ছিল বেকার যুবকদের ভিড়৷ যার জেরে চরম দুর্ঘটনা বলেই অনেকের ধারণা৷ জানা গিয়েছে,

কঙ্গো, ২২ নভেম্বর– আফ্রিকায় বেকারির অবস্থা কতটা শোচনীয় তা এ থেকেই বোঝা যায় যে সেনায় চাকরি পেতে এসে পদপিষ্ট হয়ে মৃতু্য হল ৩১ চাকরিপ্রার্থীর৷ বিশ্বব্যাঙ্কের পরিসংখ্যান অনুযায়ী, গৃহযুদ্ধে দীর্ণ কঙ্গোয় বেকারত্বের হার ৪২ শতাংশ৷ এর ফলেই সেনায় নিয়োগ প্রক্রিয়ার শেষ দিনে উপচে পডে়ছিল বেকার যুবকদের ভিড়৷ যার জেরে চরম দুর্ঘটনা বলেই অনেকের ধারণা৷ জানা গিয়েছে, একটি স্টেডিয়ামে চলছিল সেনাবাহিনীতে নিয়োগ প্রক্রিয়া৷ ভিড় হতে পারে মনে করেই এই স্টেডিয়ামে নিয়োগ প্রক্রিয়ার ব্যবস্থা করা হয়৷ কিন্তু তার পরেই এত বড় সংখ্যায় চাকরিপ্রার্থীরা হাজির হয় যে বেকার যুবকদের ভিডে়র চাপে ঘটে গেল চরম কাণ্ড৷ আফ্রিকার কঙ্গোতে পদপিষ্ট হয়ে মৃতু্য হল ৩১ জনের৷ জখম হয়েছেন ১৪০ জন৷ জখমদের অনেকের অবস্থা সংকটজনক৷ ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই মনে করছে প্রশাসন৷
ভয়ঙ্কর দুর্ঘটনার জেরে সেনায় নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত করা হয়েছে৷রয়টার্স সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে কঙ্গোর রাজধানী ব্রাজাভিলে ঘটে এই দুর্ঘটনা৷ ১৪ নভেম্বর থেকে শহরের একটি স্টেডিয়ামে চলছিল নিয়োগ প্রক্রিয়া৷ ঘটনার সময় স্টেডিয়ামে উপচে পডে় বেকার যুবকদের ভিড়৷ অনেকেই লাইন ভেঙে হুড়োহুডি় শুরু করে দেন৷ তাতেই ভিডে় ঠাসা স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে মারা যান ৩১ জন৷ মৃতদের বয়স ১৮ থেকে ২৫-এর মধ্যে বলেই জানা গিয়েছে৷
প্রথামিকভাবে সেনা কর্মীরাই জখমদের হাসপাতাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করে৷ পাশাপাশি এই ঘটনার জেরে স্থগিত করা হয় সেনায় নিয়োগ প্রক্রিয়া৷ এদিকে নিহতদের শ্রদ্ধা জানাতে আফ্রিকা মহাদেশের এই দেশটিতে এক দিনের জন্য ‘জাতীয় শোক’ ঘোষণা করা হয়েছে৷ যদিও তার পরেও সে দেশের সরকার ও প্রশাসনের চূড়ান্ত সমালোচনা শুরু হয়েছে৷ অনেকেরই বক্তব্য, এই ঘটনার জন্য কঙ্গোর ভয়ংকর অর্থনৈতিক অবস্থা দায়ী৷