• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

দাউদের নির্দেশে মোদি, যোগীকে হত্যার বরাত, ধৃত জঙ্গী

মুম্বই, ২১ নভেম্বর– ভারতে ফে মাথাচাড়া দিতে চাইছে দাউদ গ্যাঙ! সেই প্রয়াসেই কি ভারতকে তোলপাড় করতে একেবারে প্রধানমন্ত্রীর প্রাণ নিতে চাইছে তারা৷ তেমনটাই জানাল মুম্বইয়ে ধৃত এক ব্যক্তি৷ মুম্বই পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে, জেরায় যে দাবি করেছে দাউদ ইমব্রাহিম তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে হত্যার সুপারি অর্থাৎ গোদা বাংলায় বরাত দিয়েছে৷

মুম্বই, ২১ নভেম্বর– ভারতে ফে মাথাচাড়া দিতে চাইছে দাউদ গ্যাঙ! সেই প্রয়াসেই কি ভারতকে তোলপাড় করতে একেবারে প্রধানমন্ত্রীর প্রাণ নিতে চাইছে তারা৷ তেমনটাই জানাল মুম্বইয়ে ধৃত এক ব্যক্তি৷
মুম্বই পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে, জেরায় যে দাবি করেছে দাউদ ইমব্রাহিম তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে হত্যার সুপারি অর্থাৎ গোদা বাংলায় বরাত দিয়েছে৷ মুম্বই পুলিশ তদন্তের স্বার্থে ধৃতের নাম পরিচয় প্রকাশ করেনি৷ কদিন আগে মুম্বই পুলিশের সদর দফতরে একটি হুমকি মেল আসে৷ তাতে দাবি করা হয় শিঘ্রই প্রধানমন্ত্রী মোদিকে হত্যা করা হবে৷ এই মেলের তদন্ত করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ে ওই ব্যক্তি৷ এরপরই জেরার সময় সে মোদি, যোগীকে হত্যার ষড়যন্ত্রের কথা স্বীকার করে৷ ধৃত পুলিশকে আরও জানিয়েছে, মুম্বইয়ের জে জে হাসপাতালেও হামলার ছক ছিল তার৷
উল্লেখ্য, গতমাসে কেরল পুলিশের কাছে আরও একটি হুমকি ফোন এসেছিল৷ তখন অজ্ঞাতপরিচয় ব্যক্তি জেলবন্দি মাফিয়া লরেন্স বিষ্ণইকে ছেডে় দেওয়ার দাবি জানায়৷ বলা হয়, বিষ্ণইকে না ছাড়লে প্রধানমন্ত্রী এবং আমদাবাদের মোদি স্টেডিয়াম উডি়য়ে দেওয়া হবে৷
সম্প্রতি জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এমনই একটি মেল পায়৷ তাতে দেশের একাধিক জায়গা বিস্ফোরণে উডি়য়ে দেওয়ার হুমকি দেওয়া হয়৷ তদন্ত করতে গিয়ে এনআইএ জানতে পারে মেলটি সুদূর ইউরোপের একটি দেশ থেকে পাঠানো হয়েছিল৷ পুলিশ মনে করছে, হুমকি ফোন, মেল উগ্রবাদীদের নয়া কোনও ছক৷ ১৯৯৩ – এ মুম্বই বিস্ফোরণের মাস্টার মাইন্ড দাউদ তখন থেকেই দেশ ছাড়া৷ শোনা যায় সে পাকিস্তানের করাচিতে আছে৷ দুবাইতেও তাঁর যাতায়াত আছে৷ বিদেশে বসেই সে মুম্বই সহ গোটা দেশে অপরাধ চক্র চালাচ্ছে বলে পুলিশের কাছে খবর৷ সেই অপরাধের চক্র ভারতে আরও শক্ত করতেই এই হুমকী ফোন বা মেলের আতঙ্ক ছড়াতে চাইছে দাউদ গ্যাঙ৷